মীরসরাইয়ে দু’গ্রুপের সংঘর্ষে হাতের আঙ্গুল বিচ্ছিন্ন আহত ৩ আটক ৩

  • Update Time : ০৬:২৪:০৮ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩
  • / 111

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :

মিরসরাইয়ে তুচ্ছ ঘটনার জের ধরে হামলা চালিয়ে এক যুবকের হাতের আঙ্গুল বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষ। উক্ত হামলায় রক্তাক্ত জখম হয়ে আহত হয়েছে আরো আরো ১ জন। গতকাল রবিবার ৫ মার্চ রাত ১০ টার সময় উপজেলার মিরসরাই পৌরসভার ৪ নং ওয়ার্ডস্থ স্টেডিয়াম সংলগ্ন মজুমদার স্টোরের সামনে এই ঘটনা ঘটে। এঘটনায় আহত হয়েছেন পৌরসভার ৪ নং ওয়ার্ডেও আবদুস সালামের ছেলে আব্দুল্লাহ আল আরমান (২০) একই এলাকার নুরুল আফছারের চেলে মো. রাসেল (৩২)।
এঘটনায় হামলার শিকার আরমানের মা ইয়াছমিন আক্তার বাদী হয়ে মিরসরাই থানায় একটি মামলা (মামলা নং ৪) দায়ের করেন। পরে অভিযান চালিয়ে থানা পুলিশ ৩ জনকে আটক করেছে।
থানায় দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার সময় আবদুল্লাহ আল আরমান (২০) ও তার বন্ধু শুভ একটি দোকানে পেপসি কোলা পান করার সময় স্থানীয় আবুল হোসেনের ছেলে নিজাম উদ্দিন (৩৩) কটূক্তিমূলক আচরণ করলে তাদের মধ্য বাকবিতন্ডা হয়। এঘটনার জের ধরে নিজাম উদ্দিন আরমানকে বাহিরে ডেকে আনে এবং সেখানে তাকে মারধর করে ছুরি দিয়ে রক্তাক্ত জখমের চেষ্টা করে। পরে উপস্থিত লোকজন তাদেরকে সরিয়ে দেয়। এই ঘটনার ৩০ মিনিট পর আরমান বাড়ী থেকে বের হয়ে স্টেডিয়াম এলাকায় এলে নিজাম ও তার ভাই জয়নাল, জয়নালের ছেলে জাবেদ হোসেন। একই এলাকার হামিদুলের ছেলে জয়নাল আবেদীন, মো. জাফর, খোরশেদ আলম রাসেলসহ অজ্ঞাত ১০-১২ জন মিলিত হয়ে আরমানকে মারধর করে। এসময় বিবাদীদের হাতে থাকা ধারালো অস্ত্রের আঘাতে আরমানের ডান হাতের বৃদ্ধা আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে কেটে রক্তাক্ত জখম হয়। পরে তাকে উদ্ধার করতে রাসেল (৩১) এগিয়ে গেলে বিবাদীদের হাতে থাকা রড দিয়ে রাসেলের মাথায় উপর্যপূরী আঘাত করলে সেও রক্তাক্ত জখম হয়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা মিরসরাই থানার এসআই খোরশেদ আলম বলেন, ঘটনার পর অভিযান পরিচালনা করে ঘটনার সাথে যুক্ত নিজাম, জয়নাল ও জাবেদকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে অভিযান চলছে এবং মামলার তদন্ত কাজ চলমান রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media


মীরসরাইয়ে দু’গ্রুপের সংঘর্ষে হাতের আঙ্গুল বিচ্ছিন্ন আহত ৩ আটক ৩

Update Time : ০৬:২৪:০৮ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :

মিরসরাইয়ে তুচ্ছ ঘটনার জের ধরে হামলা চালিয়ে এক যুবকের হাতের আঙ্গুল বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষ। উক্ত হামলায় রক্তাক্ত জখম হয়ে আহত হয়েছে আরো আরো ১ জন। গতকাল রবিবার ৫ মার্চ রাত ১০ টার সময় উপজেলার মিরসরাই পৌরসভার ৪ নং ওয়ার্ডস্থ স্টেডিয়াম সংলগ্ন মজুমদার স্টোরের সামনে এই ঘটনা ঘটে। এঘটনায় আহত হয়েছেন পৌরসভার ৪ নং ওয়ার্ডেও আবদুস সালামের ছেলে আব্দুল্লাহ আল আরমান (২০) একই এলাকার নুরুল আফছারের চেলে মো. রাসেল (৩২)।
এঘটনায় হামলার শিকার আরমানের মা ইয়াছমিন আক্তার বাদী হয়ে মিরসরাই থানায় একটি মামলা (মামলা নং ৪) দায়ের করেন। পরে অভিযান চালিয়ে থানা পুলিশ ৩ জনকে আটক করেছে।
থানায় দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার সময় আবদুল্লাহ আল আরমান (২০) ও তার বন্ধু শুভ একটি দোকানে পেপসি কোলা পান করার সময় স্থানীয় আবুল হোসেনের ছেলে নিজাম উদ্দিন (৩৩) কটূক্তিমূলক আচরণ করলে তাদের মধ্য বাকবিতন্ডা হয়। এঘটনার জের ধরে নিজাম উদ্দিন আরমানকে বাহিরে ডেকে আনে এবং সেখানে তাকে মারধর করে ছুরি দিয়ে রক্তাক্ত জখমের চেষ্টা করে। পরে উপস্থিত লোকজন তাদেরকে সরিয়ে দেয়। এই ঘটনার ৩০ মিনিট পর আরমান বাড়ী থেকে বের হয়ে স্টেডিয়াম এলাকায় এলে নিজাম ও তার ভাই জয়নাল, জয়নালের ছেলে জাবেদ হোসেন। একই এলাকার হামিদুলের ছেলে জয়নাল আবেদীন, মো. জাফর, খোরশেদ আলম রাসেলসহ অজ্ঞাত ১০-১২ জন মিলিত হয়ে আরমানকে মারধর করে। এসময় বিবাদীদের হাতে থাকা ধারালো অস্ত্রের আঘাতে আরমানের ডান হাতের বৃদ্ধা আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে কেটে রক্তাক্ত জখম হয়। পরে তাকে উদ্ধার করতে রাসেল (৩১) এগিয়ে গেলে বিবাদীদের হাতে থাকা রড দিয়ে রাসেলের মাথায় উপর্যপূরী আঘাত করলে সেও রক্তাক্ত জখম হয়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা মিরসরাই থানার এসআই খোরশেদ আলম বলেন, ঘটনার পর অভিযান পরিচালনা করে ঘটনার সাথে যুক্ত নিজাম, জয়নাল ও জাবেদকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে অভিযান চলছে এবং মামলার তদন্ত কাজ চলমান রয়েছে।