গ্রিসে ভুলের কারণে দুই ট্রেনে সংঘর্ষ, নিহত বেড়ে ৪৩

  • Update Time : ১১:২৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
  • / 112

আন্তর্জাতিক ডেস্কঃ 

গ্রিসে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা যান্ত্রিক নয় মানুষের ভুলে হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিস। এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনকালে প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিস জানান, যাত্রীবাহী ট্রেনটি লাইন পরিবর্তন করে একটি কার্গো চলাচলের ট্র্যাকে ঢুকে পড়লে এই ভয়াবহ বিপর্যয় ঘটে। সংঘর্ষের আগে ট্রেন দুটি একই লেনে বেশ কয়েক কিলোমিটার ধরে চলে।

এরইমধ্যে বিপুল মানুষের হত্যার অভিযোগে লরিসার স্টেশনমাস্টারকে গ্রেফতার করা হয়েছে। এর আগে পদত্যাগের ঘোষণা দেন দেশটির পরিবহনমন্ত্রী।

এঘটনায় নিহত বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা কর্তৃপক্ষের।

ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে দমকলবাহিনী।

এদিকে, দুর্ঘটনার পর গ্রিসের পুরনো রেল ব্যবস্থা, সেবার মান এবং নিরাপত্তা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে দেশজুড়ে।

Tag :

Please Share This Post in Your Social Media


গ্রিসে ভুলের কারণে দুই ট্রেনে সংঘর্ষ, নিহত বেড়ে ৪৩

Update Time : ১১:২৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩

আন্তর্জাতিক ডেস্কঃ 

গ্রিসে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা যান্ত্রিক নয় মানুষের ভুলে হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিস। এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনকালে প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিস জানান, যাত্রীবাহী ট্রেনটি লাইন পরিবর্তন করে একটি কার্গো চলাচলের ট্র্যাকে ঢুকে পড়লে এই ভয়াবহ বিপর্যয় ঘটে। সংঘর্ষের আগে ট্রেন দুটি একই লেনে বেশ কয়েক কিলোমিটার ধরে চলে।

এরইমধ্যে বিপুল মানুষের হত্যার অভিযোগে লরিসার স্টেশনমাস্টারকে গ্রেফতার করা হয়েছে। এর আগে পদত্যাগের ঘোষণা দেন দেশটির পরিবহনমন্ত্রী।

এঘটনায় নিহত বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা কর্তৃপক্ষের।

ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে দমকলবাহিনী।

এদিকে, দুর্ঘটনার পর গ্রিসের পুরনো রেল ব্যবস্থা, সেবার মান এবং নিরাপত্তা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে দেশজুড়ে।