পীরগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধে ৯ দফা দাবিতে ইউএনও’র নিকট স্মারকলিপি প্রদান

  • Update Time : ১০:৩৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
  • / 99

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় পীরগঞ্জ সরকারি কলেজের ছাত্র-ছাত্রীরা মঙ্গলবার (২৮)
ফেব্রুয়ারি দুপুরে সরকারি কলেজ রোডে সড়ক দুর্ঘটনা রোধে ভারী যানবাহন চলাচল বন্ধ করাসহ ৯ দফা দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে
কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে স্মারকলিপি দিয়েছে ছাত্র-ছাত্রীরা।
পীরগঞ্জ সরকারি কলেজসহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দিয়ে বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করায় এ সড়কে প্রায় দুর্ঘটনা ঘটছে। এতে দুর্ঘনায় প্রাণ হারাচ্ছেন অনেকে। সর্বশেষ গত রবিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পীরগঞ্জ সরকারি কলেজের সামনে ট্রাক্টরের ধাক্কায় কলেজের কম্পিউটার অপারেটর জাহেদুর রহমান সুজনের মৃত্যু হয়। এর প্রতিবাদে সোমবার সরকারী কলেজের সামনে রাস্তায় মানববন্ধন করা হয়। পৌর শহরে সড়ক দুর্ঘটনা এড়াতে পীরগঞ্জ সরকারি কলেজ রোডে ভারী যানবাহন চলাচল বন্ধ করা, কলেজ গেট হতে ৫০ ফুটের মধ্যে মান সম্মত স্পিডব্রেকার নির্মাণ, পূর্ব চৌরাস্তা হতে রাইস মিল গেট পযর্ন্ত হালকা যান বাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রন, পাইলট উচ্চ বিদ্যালয় ও বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গেটে নিরাপদ দুরত্বে স্পিডবেকার নির্মাণ, রাস্তার পাশে সড়ক বাতির ব্যবস্থা করা, কলেজ চলাকালে মাইকিং ও অযথা হর্ন বাজানো বন্ধ করা, ফুটপাত দখল মুক্ত করাসহ ৯ দফা দাবি বাস্তবায়ন করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়।

পীরগঞ্জ সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রাজিউর রহমান রাজু ও সাধারণ সম্পাদক হাসিনুর রহমান জানান, সড়ক দুর্ঘটনা রোধে ছাত্রলীগের নেতৃত্বে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। এতে কাজ না হলে অরো কঠোর কর্মসূচী দেওয়া হবে। তবে স্মারকলিপি গ্রহণ করে ইউএনও শাহরিয়ার নজির শিক্ষার্থীদের কথা শুনেন এবং দাবিগুলো বাস্তবায়নের জন্য তার পক্ষ থেকে দ্রুত প্রয়োহনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেছেন বলে জানান তারা।

Tag :

Please Share This Post in Your Social Media


পীরগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধে ৯ দফা দাবিতে ইউএনও’র নিকট স্মারকলিপি প্রদান

Update Time : ১০:৩৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় পীরগঞ্জ সরকারি কলেজের ছাত্র-ছাত্রীরা মঙ্গলবার (২৮)
ফেব্রুয়ারি দুপুরে সরকারি কলেজ রোডে সড়ক দুর্ঘটনা রোধে ভারী যানবাহন চলাচল বন্ধ করাসহ ৯ দফা দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে
কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে স্মারকলিপি দিয়েছে ছাত্র-ছাত্রীরা।
পীরগঞ্জ সরকারি কলেজসহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দিয়ে বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করায় এ সড়কে প্রায় দুর্ঘটনা ঘটছে। এতে দুর্ঘনায় প্রাণ হারাচ্ছেন অনেকে। সর্বশেষ গত রবিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পীরগঞ্জ সরকারি কলেজের সামনে ট্রাক্টরের ধাক্কায় কলেজের কম্পিউটার অপারেটর জাহেদুর রহমান সুজনের মৃত্যু হয়। এর প্রতিবাদে সোমবার সরকারী কলেজের সামনে রাস্তায় মানববন্ধন করা হয়। পৌর শহরে সড়ক দুর্ঘটনা এড়াতে পীরগঞ্জ সরকারি কলেজ রোডে ভারী যানবাহন চলাচল বন্ধ করা, কলেজ গেট হতে ৫০ ফুটের মধ্যে মান সম্মত স্পিডব্রেকার নির্মাণ, পূর্ব চৌরাস্তা হতে রাইস মিল গেট পযর্ন্ত হালকা যান বাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রন, পাইলট উচ্চ বিদ্যালয় ও বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গেটে নিরাপদ দুরত্বে স্পিডবেকার নির্মাণ, রাস্তার পাশে সড়ক বাতির ব্যবস্থা করা, কলেজ চলাকালে মাইকিং ও অযথা হর্ন বাজানো বন্ধ করা, ফুটপাত দখল মুক্ত করাসহ ৯ দফা দাবি বাস্তবায়ন করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়।

পীরগঞ্জ সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রাজিউর রহমান রাজু ও সাধারণ সম্পাদক হাসিনুর রহমান জানান, সড়ক দুর্ঘটনা রোধে ছাত্রলীগের নেতৃত্বে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। এতে কাজ না হলে অরো কঠোর কর্মসূচী দেওয়া হবে। তবে স্মারকলিপি গ্রহণ করে ইউএনও শাহরিয়ার নজির শিক্ষার্থীদের কথা শুনেন এবং দাবিগুলো বাস্তবায়নের জন্য তার পক্ষ থেকে দ্রুত প্রয়োহনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেছেন বলে জানান তারা।