কিছু মানুষ ও মিডিয়া অন্যের ভালো চায় না : পররাষ্ট্রমন্ত্রী
- Update Time : ০৭:২৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩
- / 189
জেলা প্রতিনিধিঃ
সিলেটে সুরমা নদীর চর খননকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
কিছু মানুষ ও মিডিয়া অন্যের ভালো চায় না মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, ‘কিছু মানুষের চরিত্রই হচ্ছে অন্যের ভালো না চাওয়া। এই তালিকায় মিডিয়াও আছে। ওপরে ওঠানোর চেষ্টা কেউ করেন না। শুধু নামানোর চেষ্টা করেন।’
শনিবার (২১ জানুয়ারি) সিলেট সদর উপজেলার মোঘলগাঁও ইউনিয়নের চাঁনপুর খেয়াঘাটে সুরমা নদীর খননকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্রমন্ত্রী। সম্প্রতি কূটনীতিক মো. তোহিদুল ইসলামকে অস্ট্রিয়ায় রাষ্ট্রদূত নিয়োগের প্রস্তাব নাকচ করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকর্মীরাই তৌহিদুল ইসলামের পেছনে লেগেছে বলে মনে করেন ড. মোমেন। তিনি বলেন, ‘তৌহিদুল ইসলামকে অস্ট্রিয়ায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের প্রস্তাব নাকচ করার পেছনে মন্ত্রণালয়ের সহকর্মীরা জড়িত। তবে আমি তার পক্ষ অবলম্বন করে যাব।’
তৌহিদুলের প্রশংসা করে মন্ত্রী বলেন, ‘তিনি (তৌহিদুল) ভেরি গুড অফিসার এবং তুখোড় ছেলে। বর্তমানে সে আমাদের অ্যাম্বাসেডর ইন সিঙ্গাপুর। তাকে আমরা ভিয়েতনামে দিতে চাই।’
তিনি আরও বলেন, ‘সে যখন অ্যাডমিনিস্ট্রেটিভ পরীক্ষা দেয়, তখন সারা বাংলাদেশের মধ্যে সে প্রথম হয়। তারপর সে তার ব্যাচের ফার্স্টবয় ছিল।’
ইতালির মিলানে তৌহিদুল ইসলাম কনসাল জেনারেল হিসেবে কর্মরত থাকার সময় তার বিরুদ্ধে অধস্তন এক নারী সহকর্মীর সঙ্গে গুরুতর অসদাচরণের অভিযোগ ওঠে। এজন্য অস্ট্রিয়া তাকে গ্রহণ করেনি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ প্রসঙ্গে তৌহিদুলের কিছু শত্রু আছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কনসাল জেনারেল থাকা অবস্থায় কোনো একটা মেয়েকে তার পেছনে লাগিয়ে দিয়ে একটা কেলেঙ্কারির চেষ্টা করে। তখন তাকে সাসপেন্ড করা হয়, অনেক ইনভেস্টিগেশন করা হয়। পরে দেখা যায় একেবারে বানোয়াট। তারপর তার প্রমোশন হয়, তারপর অ্যাম্বাসেডর হয়। এখন তার বিরুদ্ধে আবার লাগছে একদল, তারই বন্ধুবান্ধব হবে। আর না হয় পত্রিকায় এগুলো গেল কীভাবে?’
এদিকে সুরমা নদীর খনন প্রসঙ্গে ড. মোমেন বলেন, ‘মানুষের দুর্গতি নিরসনে সুরমা নদী খনন শুরু হয়েছে। বন্যার প্লাবন ও নদী ভাঙনরোধে এ পরিকল্পনা কাজে আসবে বলে আমি আশা করি।’