নেপালে বিমান বিধ্বস্ত, ৪০ মরদেহ উদ্ধার

  • Update Time : ০৪:৪৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩
  • / 164

আন্তর্জাতিক ডেস্কঃ

নেপালের পোখারায় বিমান বিধ্বস্তের ঘটনায় কমপক্ষে ৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নেপালের বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন বলে উল্লেখ করেছেন রয়টার্স।

বিধ্বস্ত বিমানটিতে ৬৮ জন যাত্রী এবং চারজন ক্রু ছিলেন। ধারণা করা হচ্ছে কেউই জীবিত নেই।

রোববার সকালে রাজধানী কাঠমান্ডু থেকে পোখরার উদ্দেশে যাওয়ার সময় বিধ্বস্ত হয়ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি।

এসময় স্থানীয় সংবাদমাধ্যমে সরাসরি সম্প্রচারে দেখা যায়, ঘটনাস্থলে দাউদাউ করে আগুন জ্বলছে এবং কুণ্ডলী পাকিয়ে কালো ধোঁয়া নির্গত হচ্ছে। উদ্ধারকাজে প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নেভানো চেষ্টা করলেও পরে তাদের যোগ দেয় সেনা সদস্যরা। এরপর একে একে মরদেহ উদ্ধার করা হয়।

এখনো উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছেন নেপাল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র জগন্নাথ নিরুলা।

রয়টার্স বলছে, নেপালে বিমান দুর্ঘটনা অস্বাভাবিক নয়। কারণ এভারেস্টসহ বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বতের মধ্যে আটটির অবস্থান এই দেশটিতে এবং এই কারণে আবহাওয়া হঠাৎ পরিবর্তন হতে পারে এবং বিমান চলাচলের জন্য বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দুর্ঘটনাকবলিত প্লেনটিতে অন্যান্য যাত্রীদের মধ্যে ৫ জন ভারতীয়, ৪ জন রাশিয়ান, ১ জন আইরিশ এবং ২ জন দক্ষিণ কোরিয়ার নাগরিক ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media


নেপালে বিমান বিধ্বস্ত, ৪০ মরদেহ উদ্ধার

Update Time : ০৪:৪৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩

আন্তর্জাতিক ডেস্কঃ

নেপালের পোখারায় বিমান বিধ্বস্তের ঘটনায় কমপক্ষে ৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নেপালের বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন বলে উল্লেখ করেছেন রয়টার্স।

বিধ্বস্ত বিমানটিতে ৬৮ জন যাত্রী এবং চারজন ক্রু ছিলেন। ধারণা করা হচ্ছে কেউই জীবিত নেই।

রোববার সকালে রাজধানী কাঠমান্ডু থেকে পোখরার উদ্দেশে যাওয়ার সময় বিধ্বস্ত হয়ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি।

এসময় স্থানীয় সংবাদমাধ্যমে সরাসরি সম্প্রচারে দেখা যায়, ঘটনাস্থলে দাউদাউ করে আগুন জ্বলছে এবং কুণ্ডলী পাকিয়ে কালো ধোঁয়া নির্গত হচ্ছে। উদ্ধারকাজে প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নেভানো চেষ্টা করলেও পরে তাদের যোগ দেয় সেনা সদস্যরা। এরপর একে একে মরদেহ উদ্ধার করা হয়।

এখনো উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছেন নেপাল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র জগন্নাথ নিরুলা।

রয়টার্স বলছে, নেপালে বিমান দুর্ঘটনা অস্বাভাবিক নয়। কারণ এভারেস্টসহ বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বতের মধ্যে আটটির অবস্থান এই দেশটিতে এবং এই কারণে আবহাওয়া হঠাৎ পরিবর্তন হতে পারে এবং বিমান চলাচলের জন্য বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দুর্ঘটনাকবলিত প্লেনটিতে অন্যান্য যাত্রীদের মধ্যে ৫ জন ভারতীয়, ৪ জন রাশিয়ান, ১ জন আইরিশ এবং ২ জন দক্ষিণ কোরিয়ার নাগরিক ছিলেন।