যুক্তরাষ্ট্রে শিক্ষককে গুলি করল ৬ বছরের শিশু

  • Update Time : ১০:৪৬:১২ পূর্বাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩
  • / 154

আন্তর্জাতিক ডেস্কঃ 

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যের এক প্রাথমিক স্কুলের শ্রেণিকক্ষে গুলি চালিয়ে শিক্ষককে গুরুতর আহত করেছে ৬ বছর বয়সি এক শিক্ষার্থী।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (৬ জানুয়ারি) নিউপোর্ট নিউজে অবস্থিত রিচনেক এলিমেন্টারি স্কুলে ওই ঘটনা ঘটে। তবে ওই সময় কোনো শিক্ষার্থী আহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় পুলিশ প্রধান স্টিভ ড্রু এক সংবাদ সম্মেলনে জানান, ওই বালক দুপুর ২টার দিকে হস্তচালিত বন্দুক দিয়ে শিক্ষককে গুলি করে। এরপর সন্ধ্যায় তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

ওই বালক রিচনেক এলিমেন্টারি স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী। তবে এটি অনিচ্ছাকৃত ঘটনা নয় বলেও জানিয়েছেন তিনি।

নিউপোর্ট নিউজ পাবলিক স্কুলের সুপারিনটেনডেন্ট ড. জর্জ পার্কার সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি হতবাক ও হতাশ। আমাদের তরুণদের হাত থেকে বন্দুক দূরে রাখতে হবে।’

ভার্জিনিয়া ডিপার্টমেন্ট অব এডুকেশনের ওয়েবসাইটের তথ্যানুসারে, রিচনেক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় সাড়ে পাঁচশ শিক্ষার্থী পড়াশোনা করছে। এ ঘটনার পর, স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার অবধি সব ক্লাস বন্ধ থাকবে।

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার মতো ঘটনা সচরাচর ঘটতে দেখা যায়। গত বছরের মে মাসে টেক্সাসের উভালদে ১৮ বছর বয়সি এক বন্দুকধারীর গুলিতে ১৯ শিশুসহ দুই শিক্ষক প্রাণ হারায়। সেই ট্র্যাজেডির পর দেশটিতে বন্দুক নিয়ন্ত্রণ আইন নিয়ে নতুনভাবে বিতর্ক শুরু হয়।

Tag :

Please Share This Post in Your Social Media


যুক্তরাষ্ট্রে শিক্ষককে গুলি করল ৬ বছরের শিশু

Update Time : ১০:৪৬:১২ পূর্বাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩

আন্তর্জাতিক ডেস্কঃ 

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যের এক প্রাথমিক স্কুলের শ্রেণিকক্ষে গুলি চালিয়ে শিক্ষককে গুরুতর আহত করেছে ৬ বছর বয়সি এক শিক্ষার্থী।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (৬ জানুয়ারি) নিউপোর্ট নিউজে অবস্থিত রিচনেক এলিমেন্টারি স্কুলে ওই ঘটনা ঘটে। তবে ওই সময় কোনো শিক্ষার্থী আহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় পুলিশ প্রধান স্টিভ ড্রু এক সংবাদ সম্মেলনে জানান, ওই বালক দুপুর ২টার দিকে হস্তচালিত বন্দুক দিয়ে শিক্ষককে গুলি করে। এরপর সন্ধ্যায় তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

ওই বালক রিচনেক এলিমেন্টারি স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী। তবে এটি অনিচ্ছাকৃত ঘটনা নয় বলেও জানিয়েছেন তিনি।

নিউপোর্ট নিউজ পাবলিক স্কুলের সুপারিনটেনডেন্ট ড. জর্জ পার্কার সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি হতবাক ও হতাশ। আমাদের তরুণদের হাত থেকে বন্দুক দূরে রাখতে হবে।’

ভার্জিনিয়া ডিপার্টমেন্ট অব এডুকেশনের ওয়েবসাইটের তথ্যানুসারে, রিচনেক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় সাড়ে পাঁচশ শিক্ষার্থী পড়াশোনা করছে। এ ঘটনার পর, স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার অবধি সব ক্লাস বন্ধ থাকবে।

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার মতো ঘটনা সচরাচর ঘটতে দেখা যায়। গত বছরের মে মাসে টেক্সাসের উভালদে ১৮ বছর বয়সি এক বন্দুকধারীর গুলিতে ১৯ শিশুসহ দুই শিক্ষক প্রাণ হারায়। সেই ট্র্যাজেডির পর দেশটিতে বন্দুক নিয়ন্ত্রণ আইন নিয়ে নতুনভাবে বিতর্ক শুরু হয়।