বাংলাদেশের রাজনীতিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের অভিযোগ ‘রুশ প্রোপাগান্ডা’

  • Update Time : ০৫:৩৬:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩
  • / 228

আন্তর্জাতিক ডেস্কঃ

বাংলাদেশের রাজনীতিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের অভিযোগকে রুশ প্রোপাগান্ডা হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস। এ ধরনের বিষয়কে ওয়াশিংটন আমলে নিতে চায় না বলেও মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (৩ জানুয়ারি) বছরের প্রথম সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন প্রাইস। এ সময় বাংলাদেশের রাজনীতিতে সহিংসতা এবং বিরোধীদলীয় নেতাকর্মীদের হয়রানি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক অনুলিপিতে উঠে এসেছে প্রাইস ও সাংবাদিকদের আলাপচারিতা। সেখানে দেখা যায়, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের হয়রানির মুখোমুখি হওয়া এবং পরে বিষয়টি নিয়ে রাশিয়ার তোলা অভিযোগ প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন এক সাংবাদিক।

উত্তরে প্রাইস বলেন, ‘আমরা রাশিয়ার কাছ থেকে এই বিষয়ে যা শুনেছি, তা আমি আমলে নিচ্ছি না। আমরা সাধারণত এ ধরনের প্রোপাগান্ডাকে গুরুত্ব দেই না। আমাদের অবস্থান থেকে যেটুকু বলতে পারি তা হলো, যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উপস্থিতি রয়েছে এমন প্রতিটি দেশে আমরা নিয়মিতভাবে রাজনৈতিক মহলে বিভিন্ন অংশীদারের সঙ্গে দেখা করি এবং এর মধ্যে বাংলাদেশও রয়েছে।’

প্রসঙ্গত গত ১৪ ডিসেম্বরে রাজধানীর শাহীনবাগে নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলামের বাসায় যান মার্কিন রাষ্ট্রদূত হাস। সেখান থেকে বের হয়ে আসার সময় একদল লোক তাকে ঘিরে ধরার চেষ্টা করেন। পরে নিরাপত্তাকর্মীদের সহায়তায় সেখান থেকে বেরিয়ে যান তিনি।

এ ঘটনা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠক করেন রাষ্ট্রদূত হাস। সেখানে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানান তিনি।

পরে ২২ ডিসেম্বর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা অভিযোগ করেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানি হস্তক্ষেপ করছে।

Tag :

Please Share This Post in Your Social Media


বাংলাদেশের রাজনীতিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের অভিযোগ ‘রুশ প্রোপাগান্ডা’

Update Time : ০৫:৩৬:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩

আন্তর্জাতিক ডেস্কঃ

বাংলাদেশের রাজনীতিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের অভিযোগকে রুশ প্রোপাগান্ডা হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস। এ ধরনের বিষয়কে ওয়াশিংটন আমলে নিতে চায় না বলেও মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (৩ জানুয়ারি) বছরের প্রথম সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন প্রাইস। এ সময় বাংলাদেশের রাজনীতিতে সহিংসতা এবং বিরোধীদলীয় নেতাকর্মীদের হয়রানি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক অনুলিপিতে উঠে এসেছে প্রাইস ও সাংবাদিকদের আলাপচারিতা। সেখানে দেখা যায়, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের হয়রানির মুখোমুখি হওয়া এবং পরে বিষয়টি নিয়ে রাশিয়ার তোলা অভিযোগ প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন এক সাংবাদিক।

উত্তরে প্রাইস বলেন, ‘আমরা রাশিয়ার কাছ থেকে এই বিষয়ে যা শুনেছি, তা আমি আমলে নিচ্ছি না। আমরা সাধারণত এ ধরনের প্রোপাগান্ডাকে গুরুত্ব দেই না। আমাদের অবস্থান থেকে যেটুকু বলতে পারি তা হলো, যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উপস্থিতি রয়েছে এমন প্রতিটি দেশে আমরা নিয়মিতভাবে রাজনৈতিক মহলে বিভিন্ন অংশীদারের সঙ্গে দেখা করি এবং এর মধ্যে বাংলাদেশও রয়েছে।’

প্রসঙ্গত গত ১৪ ডিসেম্বরে রাজধানীর শাহীনবাগে নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলামের বাসায় যান মার্কিন রাষ্ট্রদূত হাস। সেখান থেকে বের হয়ে আসার সময় একদল লোক তাকে ঘিরে ধরার চেষ্টা করেন। পরে নিরাপত্তাকর্মীদের সহায়তায় সেখান থেকে বেরিয়ে যান তিনি।

এ ঘটনা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠক করেন রাষ্ট্রদূত হাস। সেখানে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানান তিনি।

পরে ২২ ডিসেম্বর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা অভিযোগ করেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানি হস্তক্ষেপ করছে।