মেক্সিকোর কারাগারে হামলা, নিহত ১৪

  • Update Time : ১১:৪৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩
  • / 146

আন্তর্জাতিক ডেস্কঃ 

মেক্সিকোর উত্তরাঞ্চলের সীমান্তবর্তী শহর সিউদাদ জুয়ারেজের একটি কারাগারে বন্দুকধারীর হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ সময় কারাগার থেকে পালিয়ে যায় ২৪ জন।

রাষ্ট্রীয় কর্মকর্তাদের বরাতে সোমবার (২ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

চিহুয়াহুয়া রাজ্যের প্রসিকিউটরের কার্যালয় থেকে রবিবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘হামলাকারীরা স্থানীয় সময় সকাল ৭টায় বেশ কয়েকটি সাঁজোয়া যানে করে কারাগারে আসে এবং রক্ষীদের ওপর গুলি চালায়। হামলায় ১০ জন কারারক্ষী ও ৪ জন বন্দী নিহত হন।’

বিবৃতিতে আরও জানানো হয়, এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এ সময় কারাগারের ভেতরে কয়েকজন বন্দী কিছু জিনিসপত্রে আগুন ধরিয়ে দেয় এবং কারারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রসিকিউটরের কার্যালয় জানায়, হামলার পর রবিবারই ফের কারাগারের নিয়ন্ত্রণ নিয়েছেন মেক্সিকান সেনা ও পুলিশ সদস্যরা।

তবে ওই ২৪ কারাবন্দী কীভাবে পালিয়ে গেছেন তা জানানো হয়নি বিবৃতিতে। এ ছাড়া কারা এ হামলা চালিয়েছে সেটিও স্পষ্ট নয়। প্রসিকিউটরের কার্যালয় থেকে জানানো হয়, এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।

মেক্সিকোর কারাগারে প্রায়ই এমন সংঘর্ষের ঘটনা ঘটে থাকে। সিনালোয়া ও জুয়ারেজ মাদকচক্রের সঙ্গে নিরাপত্তা বাহিনীর মধ্যে এসব সংঘর্ষের ঘটনা ঘটে থাকে।

গত আগস্টেও সিউদাদ জুয়ারেজের কারাগারের ভেতরে সহিংসতায় ১১ জন নিহত হন।

Tag :

Please Share This Post in Your Social Media


মেক্সিকোর কারাগারে হামলা, নিহত ১৪

Update Time : ১১:৪৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩

আন্তর্জাতিক ডেস্কঃ 

মেক্সিকোর উত্তরাঞ্চলের সীমান্তবর্তী শহর সিউদাদ জুয়ারেজের একটি কারাগারে বন্দুকধারীর হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ সময় কারাগার থেকে পালিয়ে যায় ২৪ জন।

রাষ্ট্রীয় কর্মকর্তাদের বরাতে সোমবার (২ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

চিহুয়াহুয়া রাজ্যের প্রসিকিউটরের কার্যালয় থেকে রবিবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘হামলাকারীরা স্থানীয় সময় সকাল ৭টায় বেশ কয়েকটি সাঁজোয়া যানে করে কারাগারে আসে এবং রক্ষীদের ওপর গুলি চালায়। হামলায় ১০ জন কারারক্ষী ও ৪ জন বন্দী নিহত হন।’

বিবৃতিতে আরও জানানো হয়, এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এ সময় কারাগারের ভেতরে কয়েকজন বন্দী কিছু জিনিসপত্রে আগুন ধরিয়ে দেয় এবং কারারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রসিকিউটরের কার্যালয় জানায়, হামলার পর রবিবারই ফের কারাগারের নিয়ন্ত্রণ নিয়েছেন মেক্সিকান সেনা ও পুলিশ সদস্যরা।

তবে ওই ২৪ কারাবন্দী কীভাবে পালিয়ে গেছেন তা জানানো হয়নি বিবৃতিতে। এ ছাড়া কারা এ হামলা চালিয়েছে সেটিও স্পষ্ট নয়। প্রসিকিউটরের কার্যালয় থেকে জানানো হয়, এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।

মেক্সিকোর কারাগারে প্রায়ই এমন সংঘর্ষের ঘটনা ঘটে থাকে। সিনালোয়া ও জুয়ারেজ মাদকচক্রের সঙ্গে নিরাপত্তা বাহিনীর মধ্যে এসব সংঘর্ষের ঘটনা ঘটে থাকে।

গত আগস্টেও সিউদাদ জুয়ারেজের কারাগারের ভেতরে সহিংসতায় ১১ জন নিহত হন।