রাশিয়ার সিদ্ধান্তে বিশ্ব বাজারের বাড়ল জ্বালানি তেলের দাম

  • Update Time : ০৪:৪১:০২ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২
  • / 166

নিজস্ব প্রতিবেদকঃ 

বিশ্ব বাজারে জ্বালানি তেলের দামের উঠানামা চলছে। রাশিয়ার ইউক্রেন আক্রমনের পর থেকে জ্বালানি তেলের বাজার আরো অস্থির হয়ে ওঠে। তেল ইসুতে মুখোমুখি অবস্থানে চলে যায় পশ্চিমা বিশ্ব এবং রাশিয়া ও তার মিত্ররা। এরইমধ্যে বিশ্বে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে রাখতে মূল্যসীমা নির্ধারন করে দিয়েছে উন্নতবিশ্বের ৭টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের সংগঠন জি-৭। পশ্চিমাদের এমন সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় জ্বালানি তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। ফলে বিশ্ব বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার জ্বালানি তেল রপ্তানিতে জি -৭ হস্তক্ষেপের প্রতিক্রিয়ায় অপরিশোধিত জ্বালানি তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে মস্কো। ফলে শুক্রবার ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে ৩ ডলার। অপরিশোধিত জ্বালানি তেল ব্রেন্ট ক্রুডের দাম ২ ডলার ৯৪ সেন্ট বা ৩ দশমিক ৬ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৮৩ ডলার ৯২ সেন্টে দাঁড়িয়েছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ২ ডলার ৭ সেন্ট বা ২ দশমিক ৭ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৭৯ ডলার ৫৬ সেন্টে দাঁড়িয়েছে। উভয় বেঞ্চমার্কে এক সপ্তাহের হিসেবে অক্টোবরের পর এই প্রথম সর্বোচ্চ মুনাফা আয় করেছে রাশিয়া।

এর আগে প্রতিদিন ২০ লাখ ব্যারেল জ্বালানি তেল কম উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছিল মধ্যপ্রাচ্য এবং রাশিয়ার তেল উৎপাদকদের সংগঠন ওপেক প্লাস। রাশিয়া যেন জ্বালানি তেল বিক্রি থেকে অতিরিক্ত মুনাফা আয় করতে না পারে সেদিকে সব সময় সজাগ জি-৭ ও ইউরোপীয় ইউনিয়ন। জি-৭ এর পক্ষ থেকে বলা হয়েছিল, রাশিয়া যেন তেল বিক্রির অতিরিক্ত মুনাফা ইউক্রেনে তাদের যুদ্ধে ব্যয় করতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে জি-৭ এর হস্তক্ষেপের ফলে ২০২৩ সালের শুরুতে রাশিয়া জ্বলানি তেলের উৎপাদন ৫ থেকে ৭ শতাংশ কমাতে পারে বলে জানিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক। তবে জ্বালানি তেল উৎপাদক এবং রয়টার্সের হিসাব অনুযায়ী, ৫ ডিসেম্বর থেকে রাশিয়ার ওপর জ্বালানি তেলের মূল্যসীমা কার্যকর হয়েছে। ফলে আগামী মাসে ডিসেম্বরের তুলনায় তেল রপ্তানি ২০ শতাংশ কমতে পারে। সুইস ব্যাংক ইউবিএসের বিশ্লেষক জিওভানি স্টাউনোভো বলেন, রাশিয়ার উৎপাদন কমানো এবং চীনে কোভিড-সম্পর্কিত বিধিনিষেধ সহজ হওয়ার ফলে জ্বালানি তেলের দাম আগামী বছর ব্যারেল প্রতি ১০০ ডলারের ওপরে যেতে পারে।

Tag :

Please Share This Post in Your Social Media


রাশিয়ার সিদ্ধান্তে বিশ্ব বাজারের বাড়ল জ্বালানি তেলের দাম

Update Time : ০৪:৪১:০২ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ 

বিশ্ব বাজারে জ্বালানি তেলের দামের উঠানামা চলছে। রাশিয়ার ইউক্রেন আক্রমনের পর থেকে জ্বালানি তেলের বাজার আরো অস্থির হয়ে ওঠে। তেল ইসুতে মুখোমুখি অবস্থানে চলে যায় পশ্চিমা বিশ্ব এবং রাশিয়া ও তার মিত্ররা। এরইমধ্যে বিশ্বে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে রাখতে মূল্যসীমা নির্ধারন করে দিয়েছে উন্নতবিশ্বের ৭টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের সংগঠন জি-৭। পশ্চিমাদের এমন সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় জ্বালানি তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। ফলে বিশ্ব বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার জ্বালানি তেল রপ্তানিতে জি -৭ হস্তক্ষেপের প্রতিক্রিয়ায় অপরিশোধিত জ্বালানি তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে মস্কো। ফলে শুক্রবার ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে ৩ ডলার। অপরিশোধিত জ্বালানি তেল ব্রেন্ট ক্রুডের দাম ২ ডলার ৯৪ সেন্ট বা ৩ দশমিক ৬ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৮৩ ডলার ৯২ সেন্টে দাঁড়িয়েছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ২ ডলার ৭ সেন্ট বা ২ দশমিক ৭ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৭৯ ডলার ৫৬ সেন্টে দাঁড়িয়েছে। উভয় বেঞ্চমার্কে এক সপ্তাহের হিসেবে অক্টোবরের পর এই প্রথম সর্বোচ্চ মুনাফা আয় করেছে রাশিয়া।

এর আগে প্রতিদিন ২০ লাখ ব্যারেল জ্বালানি তেল কম উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছিল মধ্যপ্রাচ্য এবং রাশিয়ার তেল উৎপাদকদের সংগঠন ওপেক প্লাস। রাশিয়া যেন জ্বালানি তেল বিক্রি থেকে অতিরিক্ত মুনাফা আয় করতে না পারে সেদিকে সব সময় সজাগ জি-৭ ও ইউরোপীয় ইউনিয়ন। জি-৭ এর পক্ষ থেকে বলা হয়েছিল, রাশিয়া যেন তেল বিক্রির অতিরিক্ত মুনাফা ইউক্রেনে তাদের যুদ্ধে ব্যয় করতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে জি-৭ এর হস্তক্ষেপের ফলে ২০২৩ সালের শুরুতে রাশিয়া জ্বলানি তেলের উৎপাদন ৫ থেকে ৭ শতাংশ কমাতে পারে বলে জানিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক। তবে জ্বালানি তেল উৎপাদক এবং রয়টার্সের হিসাব অনুযায়ী, ৫ ডিসেম্বর থেকে রাশিয়ার ওপর জ্বালানি তেলের মূল্যসীমা কার্যকর হয়েছে। ফলে আগামী মাসে ডিসেম্বরের তুলনায় তেল রপ্তানি ২০ শতাংশ কমতে পারে। সুইস ব্যাংক ইউবিএসের বিশ্লেষক জিওভানি স্টাউনোভো বলেন, রাশিয়ার উৎপাদন কমানো এবং চীনে কোভিড-সম্পর্কিত বিধিনিষেধ সহজ হওয়ার ফলে জ্বালানি তেলের দাম আগামী বছর ব্যারেল প্রতি ১০০ ডলারের ওপরে যেতে পারে।