রাণীনগরে সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহীর মৃত্যু

  • Update Time : ১১:৪০:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২
  • / 191

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে মদ্যপ অবস্থায় আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত হওয়ার ৮ দিনের মাথায় মোটরসাইকেল আরোহী শীবেন হালদার (২৩) এর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে মধ্যেই তার মৃত্যু হয়। নিহত শীবেন আত্রাই উপজেলার ভবানীপুর গ্রামের শিখিল হালদারের ছেলে।

এর আগে গত শুক্রবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের রাণীনগর উপজেলার গোনা খানপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার দিন রাতে রাজশাহী মেডিকেলে যারা যান মোটরসাইকেল চালক মানিক কুমার (২০)। এ দুর্ঘটনায় আহত আরেকজন আরোহী গুপি (১৯) চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়েছেন।

জানা যায়, তারা তিনজন একই মোটরসাইকেলে মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়ক দিয়ে আত্রাইয়ের দিকে যাচ্ছিল। এমতবাস্থায় আঞ্চলিক মহাসড়কের রাণীনগর উপজেলার গোনা খানপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী মানিক, শীবেন ও গুপি গুরুত্বর আহত হন। ঘটনার দিন রাতেই মেডিকেলে মারা যান মোটরসাইকেল চালক মানিক। আর গুরুত্বর আহত শীবেন রাজশাহীতে একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে মধ্যেই শুক্রবার (১১ নভেম্বর) রাতে শীবেন মারা যায়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহী শীবেন হালদারের মৃত্যুর খবরটি শুনেছি।

Tag :

Please Share This Post in Your Social Media


রাণীনগরে সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহীর মৃত্যু

Update Time : ১১:৪০:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে মদ্যপ অবস্থায় আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত হওয়ার ৮ দিনের মাথায় মোটরসাইকেল আরোহী শীবেন হালদার (২৩) এর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে মধ্যেই তার মৃত্যু হয়। নিহত শীবেন আত্রাই উপজেলার ভবানীপুর গ্রামের শিখিল হালদারের ছেলে।

এর আগে গত শুক্রবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের রাণীনগর উপজেলার গোনা খানপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার দিন রাতে রাজশাহী মেডিকেলে যারা যান মোটরসাইকেল চালক মানিক কুমার (২০)। এ দুর্ঘটনায় আহত আরেকজন আরোহী গুপি (১৯) চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়েছেন।

জানা যায়, তারা তিনজন একই মোটরসাইকেলে মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়ক দিয়ে আত্রাইয়ের দিকে যাচ্ছিল। এমতবাস্থায় আঞ্চলিক মহাসড়কের রাণীনগর উপজেলার গোনা খানপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী মানিক, শীবেন ও গুপি গুরুত্বর আহত হন। ঘটনার দিন রাতেই মেডিকেলে মারা যান মোটরসাইকেল চালক মানিক। আর গুরুত্বর আহত শীবেন রাজশাহীতে একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে মধ্যেই শুক্রবার (১১ নভেম্বর) রাতে শীবেন মারা যায়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহী শীবেন হালদারের মৃত্যুর খবরটি শুনেছি।