সৈয়দপুর বিমানবন্দরে ইয়াবাসহ ইউপি চেয়ারম্যান আটক

  • Update Time : ০৮:০৪:২০ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
  • / 290

মশিয়ার রহমান, ,নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আব্দুর রাজ্জাক নামে এক ঢাকাগামী যাত্রীকে ইয়াবাসহ আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়িন (এপিবিএন) সদস্যরা।

শুক্রবার রাত ৮ টার দিকে বিমানবন্দরে তল্লাশীকালে তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা পাওয়া গেছে। আটক আব্দুর রাজ্জাক কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।

বিমানবন্দর পুলিশ সূত্রে জানা যায়, ওইদিন রাত ৮টা ১০ মিনিটে বেসরকারি বিমানসংস্থার একটি ফ্লাইটে করে ঢাকা যাচ্ছিলেন আব্দুর রাজ্জাক। বোর্ডিং পাস নেওয়ার সময় নিরাপত্তারক্ষীরা তাকে তল্লাসী করে।

এ সময় তার শার্টের পকেটে বিশেষ কায়দায় রাখা উল্লেখিত পরিমান ইয়াব উদ্ধার করা হয়। এ সময় তাঁর সাথে জড়িত থাকার অভিযোগে ফ্লাইটের যাত্রী একই এলাকার বহরেরভিটা গ্রামের আবু হোসেনের ছেলে মুছা মিয়াকে আটক করা হয়েছে। আটক দুজনই সম্পর্কে মামা-ভাগিনা বলে জানা গেছে।

সৈয়দপুর বিমানবন্দরে নিরাপত্তায় নিয়োজিত এপিবিএন পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদ্বয়কে সৈয়দপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে৷

Tag :

Please Share This Post in Your Social Media


সৈয়দপুর বিমানবন্দরে ইয়াবাসহ ইউপি চেয়ারম্যান আটক

Update Time : ০৮:০৪:২০ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২

মশিয়ার রহমান, ,নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আব্দুর রাজ্জাক নামে এক ঢাকাগামী যাত্রীকে ইয়াবাসহ আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়িন (এপিবিএন) সদস্যরা।

শুক্রবার রাত ৮ টার দিকে বিমানবন্দরে তল্লাশীকালে তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা পাওয়া গেছে। আটক আব্দুর রাজ্জাক কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।

বিমানবন্দর পুলিশ সূত্রে জানা যায়, ওইদিন রাত ৮টা ১০ মিনিটে বেসরকারি বিমানসংস্থার একটি ফ্লাইটে করে ঢাকা যাচ্ছিলেন আব্দুর রাজ্জাক। বোর্ডিং পাস নেওয়ার সময় নিরাপত্তারক্ষীরা তাকে তল্লাসী করে।

এ সময় তার শার্টের পকেটে বিশেষ কায়দায় রাখা উল্লেখিত পরিমান ইয়াব উদ্ধার করা হয়। এ সময় তাঁর সাথে জড়িত থাকার অভিযোগে ফ্লাইটের যাত্রী একই এলাকার বহরেরভিটা গ্রামের আবু হোসেনের ছেলে মুছা মিয়াকে আটক করা হয়েছে। আটক দুজনই সম্পর্কে মামা-ভাগিনা বলে জানা গেছে।

সৈয়দপুর বিমানবন্দরে নিরাপত্তায় নিয়োজিত এপিবিএন পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদ্বয়কে সৈয়দপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে৷