নীলফামারীর ডিমলায় অগ্নিকাণ্ডে ১২ দোকান ছাই

  • Update Time : ০৭:৪৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
  • / 245

মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের শুটিবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১২টি দোকান পুড়ে ভষ্মীভূত হয়েছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়িরা জানিয়েছেন।

শুক্রবার দিনগত গভীর রাতে বাজারের গরুহাটি পার্শ্ববর্তী গলির মীম টেইলার্সে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে উপ-সহকারী পরিচালক ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স নীলফামারী মো. এনামুল হক এর নেতৃত্বে ফায়ার সার্ভিস ছুটে এসে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। বিদ্যুৎতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে ধারনা করেছেন ফায়ার সার্ভিস।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আমজাদ হোসেন সরকার জানান, আমরা ক্ষতিগ্রস্থদের নিয়ে বসে জিজ্ঞাসা করে জানতে পেরেছি আনুমানিক প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

উপ-সহকারী পরিচালক মো. এনামুল হক জানান, আমরা খবর পেয়েই। ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে এনে আগুন নেভাতে সক্ষম হয়েছি। অগ্নিকাণ্ডের ঘটনায় ১২টি দোকানঘর পুড়ে গেছে। এতে ব্যবসায়িদের আনুমানিক ৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরো জানান, ধারনা করা হচ্ছে, মীম টেইলার্সের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট এর মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটেছে।

ডিমলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান জানান, বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা শোনা মাত্র একজন সাব ইন্সপেক্টর এর নেতৃত্বে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে যাতে আইন-শৃঙ্খলার অবনতি না ঘটে।

Tag :

Please Share This Post in Your Social Media


নীলফামারীর ডিমলায় অগ্নিকাণ্ডে ১২ দোকান ছাই

Update Time : ০৭:৪৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২

মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের শুটিবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১২টি দোকান পুড়ে ভষ্মীভূত হয়েছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়িরা জানিয়েছেন।

শুক্রবার দিনগত গভীর রাতে বাজারের গরুহাটি পার্শ্ববর্তী গলির মীম টেইলার্সে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে উপ-সহকারী পরিচালক ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স নীলফামারী মো. এনামুল হক এর নেতৃত্বে ফায়ার সার্ভিস ছুটে এসে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। বিদ্যুৎতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে ধারনা করেছেন ফায়ার সার্ভিস।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আমজাদ হোসেন সরকার জানান, আমরা ক্ষতিগ্রস্থদের নিয়ে বসে জিজ্ঞাসা করে জানতে পেরেছি আনুমানিক প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

উপ-সহকারী পরিচালক মো. এনামুল হক জানান, আমরা খবর পেয়েই। ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে এনে আগুন নেভাতে সক্ষম হয়েছি। অগ্নিকাণ্ডের ঘটনায় ১২টি দোকানঘর পুড়ে গেছে। এতে ব্যবসায়িদের আনুমানিক ৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরো জানান, ধারনা করা হচ্ছে, মীম টেইলার্সের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট এর মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটেছে।

ডিমলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান জানান, বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা শোনা মাত্র একজন সাব ইন্সপেক্টর এর নেতৃত্বে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে যাতে আইন-শৃঙ্খলার অবনতি না ঘটে।