খুলনায় পুলিশের উপর হামলা, রেল স্টেশনে ভাঙচুর

  • Update Time : ০২:৫৯:৪০ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২
  • / 154

জেলা প্রতিনিধিঃ

খুলনা রেল স্টেশনে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেছে বিএনপি নেতাকর্মীরা। এসময় রেল স্টেশনের দরজার গ্লাস ভাঙচুর করেছে তারা।

শনিবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার গণমাধ্যমকে এ কথা নিশ্চিত করেন।

খুলনা রেল স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার জানান, কথা কাটাকাটির জেরে সংঘর্ষে জড়ায় আগতরা। এক পর্যায়ে তারা স্টেশনের গ্লাস ভাঙচুর করে। এসময় পুলিশকে খবর দিলে তারা আরো উত্তেজিত হয়ে ওঠে।

খুলনা রেলস্টেশনে পুলিশ অবস্থান নিয়েছে। সেখানে বিক্ষোভ করছেন বিএনপি নেতা কর্মীরা।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার সোনালী সেন বলেন, “সমাবেশে অংশ নিতে আসা কাউকে বাঁধা দেওয়া হয়নি। ধৈর্যের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হচ্ছে।”

Tag :

Please Share This Post in Your Social Media


খুলনায় পুলিশের উপর হামলা, রেল স্টেশনে ভাঙচুর

Update Time : ০২:৫৯:৪০ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২

জেলা প্রতিনিধিঃ

খুলনা রেল স্টেশনে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেছে বিএনপি নেতাকর্মীরা। এসময় রেল স্টেশনের দরজার গ্লাস ভাঙচুর করেছে তারা।

শনিবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার গণমাধ্যমকে এ কথা নিশ্চিত করেন।

খুলনা রেল স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার জানান, কথা কাটাকাটির জেরে সংঘর্ষে জড়ায় আগতরা। এক পর্যায়ে তারা স্টেশনের গ্লাস ভাঙচুর করে। এসময় পুলিশকে খবর দিলে তারা আরো উত্তেজিত হয়ে ওঠে।

খুলনা রেলস্টেশনে পুলিশ অবস্থান নিয়েছে। সেখানে বিক্ষোভ করছেন বিএনপি নেতা কর্মীরা।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার সোনালী সেন বলেন, “সমাবেশে অংশ নিতে আসা কাউকে বাঁধা দেওয়া হয়নি। ধৈর্যের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হচ্ছে।”