আমেরিকার সঙ্গে তীব্র উত্তেজনা: যুদ্ধের জন্য প্রস্তুত চীন

  • Update Time : ১১:১৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
  • / 237

আন্তর্জাতিক ডেস্কঃ

চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেংঘে বলেছেন, তার দেশের সশস্ত্র বাহিনী বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যেকোনো যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। চীনা ভূখণ্ড তাইওয়ানকে ঘিরে আমেরিকার সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন ফেংঘে।

চীনা কমিউনিস্ট পার্টির ২০তম জাতীয় কংগ্রেসের অবকাশে প্রতিরক্ষামন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, “চীন বর্তমানে কঠিন নিরাপত্তা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট শি জিনপিং নির্দেশ দেয়ামাত্র ঝড়ের গতিতে তা পালন করবে সশস্ত্র বাহিনী। চীনের সেনাবাহিনী সার্বক্ষণিকভাবে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং নিশ্চিতভাবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে।”

এর আগে গত রোববার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ানকে শান্তিপূর্ণভাবে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে একীভূত করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরো বলেন, “যদি শান্তিপূর্ণ উপায়ে না হয় তাহলে প্রয়োজনে এ কাজে সামরিক শক্তি প্রয়োগ করা হবে।”

শি’র এই বক্তব্যের প্রতিক্রিয়ায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন অভিযোগ করেন, ওয়াশিংটন যে সময়সীমা ধরে নিয়েছিল তার আগেই চীন বলপ্রয়োগ করে তাইওয়ান দখল করতে চায়।

চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করলেও আমেরিকা তাইওয়ানকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিতে চায়। মার্কিন সরকার চীনকে সতর্ক করে দিয়ে বলেছে, তাইওয়ানে বলপ্রয়োগ করতে গেলে মার্কিন সামরিক শক্তির মুখোমুখি হতে হবে। এ অবস্থায় চীনা প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যকে তাইওয়ানকে চীনের সঙ্গে একীভূত করার ব্যাপারে বেইজিংয়ের দৃঢ়সংল্পের বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে।
সূত্র: পার্সটুডে

Tag :

Please Share This Post in Your Social Media


আমেরিকার সঙ্গে তীব্র উত্তেজনা: যুদ্ধের জন্য প্রস্তুত চীন

Update Time : ১১:১৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২

আন্তর্জাতিক ডেস্কঃ

চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেংঘে বলেছেন, তার দেশের সশস্ত্র বাহিনী বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যেকোনো যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। চীনা ভূখণ্ড তাইওয়ানকে ঘিরে আমেরিকার সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন ফেংঘে।

চীনা কমিউনিস্ট পার্টির ২০তম জাতীয় কংগ্রেসের অবকাশে প্রতিরক্ষামন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, “চীন বর্তমানে কঠিন নিরাপত্তা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট শি জিনপিং নির্দেশ দেয়ামাত্র ঝড়ের গতিতে তা পালন করবে সশস্ত্র বাহিনী। চীনের সেনাবাহিনী সার্বক্ষণিকভাবে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং নিশ্চিতভাবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে।”

এর আগে গত রোববার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ানকে শান্তিপূর্ণভাবে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে একীভূত করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরো বলেন, “যদি শান্তিপূর্ণ উপায়ে না হয় তাহলে প্রয়োজনে এ কাজে সামরিক শক্তি প্রয়োগ করা হবে।”

শি’র এই বক্তব্যের প্রতিক্রিয়ায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন অভিযোগ করেন, ওয়াশিংটন যে সময়সীমা ধরে নিয়েছিল তার আগেই চীন বলপ্রয়োগ করে তাইওয়ান দখল করতে চায়।

চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করলেও আমেরিকা তাইওয়ানকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিতে চায়। মার্কিন সরকার চীনকে সতর্ক করে দিয়ে বলেছে, তাইওয়ানে বলপ্রয়োগ করতে গেলে মার্কিন সামরিক শক্তির মুখোমুখি হতে হবে। এ অবস্থায় চীনা প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যকে তাইওয়ানকে চীনের সঙ্গে একীভূত করার ব্যাপারে বেইজিংয়ের দৃঢ়সংল্পের বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে।
সূত্র: পার্সটুডে