নীলফামারীর ডিমলা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন

  • Update Time : ০৮:১৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
  • / 201

মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্মদিনে শেখ রাসেল ডিজিটাল স্কুল অফ ফিউচার ও ডিমলা উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত চারতলা বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৮-অক্টোবর) শেখ রাসেল ডিজিটাল স্কুল অফ ফিউচার ও ডিমলা উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত চারতলা একাডেমিক ভবনের ফলক উন্মোচন করেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

উদ্বোধন শেষে ডিমলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অমিয় কুমার ব্যানার্জী’র সভাপতিত্বে বিদ্যালয় চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আফতাব উদ্দিন সরকার বলেন, শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা ও প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। জননেত্রী শেখ হাসিনা শিক্ষাকে আধুনিকায়ন করার নিমিত্তে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রদান কর্মসূচি গ্রহণ করেছেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, ভাইস চেয়ারম্যান নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দীকা, ডোমার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, জেলা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী হারুন অর রশিদ, ডিমলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হালিম, জনতা ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ ও পূর্বছাতনাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান প্রমুখ।

Tag :

Please Share This Post in Your Social Media


নীলফামারীর ডিমলা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন

Update Time : ০৮:১৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২

মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্মদিনে শেখ রাসেল ডিজিটাল স্কুল অফ ফিউচার ও ডিমলা উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত চারতলা বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৮-অক্টোবর) শেখ রাসেল ডিজিটাল স্কুল অফ ফিউচার ও ডিমলা উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত চারতলা একাডেমিক ভবনের ফলক উন্মোচন করেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

উদ্বোধন শেষে ডিমলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অমিয় কুমার ব্যানার্জী’র সভাপতিত্বে বিদ্যালয় চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আফতাব উদ্দিন সরকার বলেন, শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা ও প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। জননেত্রী শেখ হাসিনা শিক্ষাকে আধুনিকায়ন করার নিমিত্তে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রদান কর্মসূচি গ্রহণ করেছেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, ভাইস চেয়ারম্যান নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দীকা, ডোমার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, জেলা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী হারুন অর রশিদ, ডিমলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হালিম, জনতা ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ ও পূর্বছাতনাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান প্রমুখ।