৩০ মাসের বিল বকেয়া, গয়েশ্বরের বাড়ির গ্যাস লাইন কাটলো তিতাস

  • Update Time : ১১:৫৪:৪২ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
  • / 185

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় তার বাড়ির ৩০ মাসের গ্যাস বিল বকেয়া রেখেছেন। এজন্য তার বাড়িরর গ্যাসের লাইন কেটে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সোমবার (১২ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস।

এতে বলা হয়, ৩০ মাসের বিল বাকি থাকায় সোমবার দুপুরে তিতাস গ্যাসের ধানমন্ডি জোন অফিস গয়েশ্বরের শেরেবাংলা রোডের বাসায় অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গয়েশ্বর চন্দ্র রায়ের বাসায় সাতটি ডবল বার্নার গ্যাসের বিল বাকি ছিল। যার পরিমাণ এক লাখ ৭০ হাজার ৩৬৮ টাকা। তিনি সর্বশেষ বিল জমা দিয়েছেন ২০২০ সালের জানুয়ারি মাসে। চলতি বছরের জুলাই পর্যন্ত দীর্ঘ ৩০ মাস কোনো বিল পরিশোধ না করলেও নিয়মিত চুলাগুলো ব্যবহার হচ্ছিলো তার বাড়িতে।

Please Share This Post in Your Social Media


৩০ মাসের বিল বকেয়া, গয়েশ্বরের বাড়ির গ্যাস লাইন কাটলো তিতাস

Update Time : ১১:৫৪:৪২ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় তার বাড়ির ৩০ মাসের গ্যাস বিল বকেয়া রেখেছেন। এজন্য তার বাড়িরর গ্যাসের লাইন কেটে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সোমবার (১২ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস।

এতে বলা হয়, ৩০ মাসের বিল বাকি থাকায় সোমবার দুপুরে তিতাস গ্যাসের ধানমন্ডি জোন অফিস গয়েশ্বরের শেরেবাংলা রোডের বাসায় অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গয়েশ্বর চন্দ্র রায়ের বাসায় সাতটি ডবল বার্নার গ্যাসের বিল বাকি ছিল। যার পরিমাণ এক লাখ ৭০ হাজার ৩৬৮ টাকা। তিনি সর্বশেষ বিল জমা দিয়েছেন ২০২০ সালের জানুয়ারি মাসে। চলতি বছরের জুলাই পর্যন্ত দীর্ঘ ৩০ মাস কোনো বিল পরিশোধ না করলেও নিয়মিত চুলাগুলো ব্যবহার হচ্ছিলো তার বাড়িতে।