সাংবাদিকের উপর কিশোর গ্যাঙয়ের হামলা, আটক ৩

  • Update Time : ০৪:৩২:১১ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
  • / 168

জবি প্রতিনিধি :

পেশাগত কাজ শেষে রাতে বাসায় ফেরার পথে হামলার শিকার হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও দৈনিক ভোরের দর্পণ পত্রিকার সহ-সম্পাদক আব্দুল মাজিদ চৌধুরী শাহারিয়ার। শনিবার রাত ১০.৫৭ মিনিটে রাজধানীর ওয়ারী থানাধীন কাপ্তানবাজারের রওশন হোটেলের সামনে ৮-১০ জন বখাটে ছেলে মাদকাসক্ত অবস্থায় ওই সাংবাদিকের ওপর হামলা করে৷ এ ঘটনায় ওয়ারী থানায় মামলা দায়ের করেছেন মারধরের শিকার সেই শিক্ষার্থী।

মামলার অভিযোগ পত্রে বলা হয়, শনিবার আনুমানিক রাত ১০.৫৭ মিনিটে রাজধানীর ওয়ারী থানাধীন এলাকার কাপ্তান বাজারের রওশন হোটেলের সামনে দিয়ে পেশাগত কাজ শেষ করে ওই শিক্ষার্থী বাসায় ফিরছিলেন। এমন সময় তার বিপরীত দিক থেকে ৮-১০ জন বখাটে ছেলে মাদকাসক্ত অবস্থায় অতর্কিত হামলা করে।

নিজেকে সাংবাদিক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দেবার পরে তারা আরো ক্ষিপ্ত হয়ে উঠে। এসময় হামলাকারীরা উত্তেজিত হয়ে বলে, “আমরা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের নেতা সাব্বির ভাইয়ের রাজনীতি করি।”

এসময় পথিমধ্যে কেউ এগিয়ে আসে নি। প্রচণ্ড মারধর করে তারা সেই শিক্ষার্থীকে তাড়িয়ে দেয়। একইসাথে হুমকি প্রদান করে। তখন আতঙ্কিত হয়ে ভুক্তভোগী শিক্ষার্থী ৯৯৯ এ ফোন দিয়ে সহায়তা চাইলে ওয়ারী থানা পুলিশ তাকে উদ্ধার করে। এঘটনায় ভুক্তভোগী সেই শিক্ষার্থী ব্যক্তিগত ও পেশাগতভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও উল্লেখ করা হয় অভিযোগ পত্রে।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, তিনি কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন। ওয়ারী থানাধীন কাপ্তান বাজারের রওশন হোটেলের সামনে পৌছালে ৮-১০ জন মাদকাসক্ত বখাটে তার ওপর হামলা করে। এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিলে আরও ক্ষিপ্ত হয় সন্ত্রাসীরা। পরবর্তীতে ৯৯৯ এ ফোন দিলে ওয়ারী থানা পুলিশ এসে তাকে উদ্ধার করে।

এদিকে ঘটনার সাথে জড়িত তিন সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। তারা হলো- উৎসব, হোসেন ও জীবন। এ বিষয়ে ওয়ারী থানা পুলিশের উপপরিদর্শক সৌরভ সাহা বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় একটা অভিযোগ দায়ের হয়েছে। সে ৯৯৯ এ ফোন দিলে আমরা তাকে উদ্ধার করি। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।”

Tag :

Please Share This Post in Your Social Media


সাংবাদিকের উপর কিশোর গ্যাঙয়ের হামলা, আটক ৩

Update Time : ০৪:৩২:১১ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২

জবি প্রতিনিধি :

পেশাগত কাজ শেষে রাতে বাসায় ফেরার পথে হামলার শিকার হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও দৈনিক ভোরের দর্পণ পত্রিকার সহ-সম্পাদক আব্দুল মাজিদ চৌধুরী শাহারিয়ার। শনিবার রাত ১০.৫৭ মিনিটে রাজধানীর ওয়ারী থানাধীন কাপ্তানবাজারের রওশন হোটেলের সামনে ৮-১০ জন বখাটে ছেলে মাদকাসক্ত অবস্থায় ওই সাংবাদিকের ওপর হামলা করে৷ এ ঘটনায় ওয়ারী থানায় মামলা দায়ের করেছেন মারধরের শিকার সেই শিক্ষার্থী।

মামলার অভিযোগ পত্রে বলা হয়, শনিবার আনুমানিক রাত ১০.৫৭ মিনিটে রাজধানীর ওয়ারী থানাধীন এলাকার কাপ্তান বাজারের রওশন হোটেলের সামনে দিয়ে পেশাগত কাজ শেষ করে ওই শিক্ষার্থী বাসায় ফিরছিলেন। এমন সময় তার বিপরীত দিক থেকে ৮-১০ জন বখাটে ছেলে মাদকাসক্ত অবস্থায় অতর্কিত হামলা করে।

নিজেকে সাংবাদিক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দেবার পরে তারা আরো ক্ষিপ্ত হয়ে উঠে। এসময় হামলাকারীরা উত্তেজিত হয়ে বলে, “আমরা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের নেতা সাব্বির ভাইয়ের রাজনীতি করি।”

এসময় পথিমধ্যে কেউ এগিয়ে আসে নি। প্রচণ্ড মারধর করে তারা সেই শিক্ষার্থীকে তাড়িয়ে দেয়। একইসাথে হুমকি প্রদান করে। তখন আতঙ্কিত হয়ে ভুক্তভোগী শিক্ষার্থী ৯৯৯ এ ফোন দিয়ে সহায়তা চাইলে ওয়ারী থানা পুলিশ তাকে উদ্ধার করে। এঘটনায় ভুক্তভোগী সেই শিক্ষার্থী ব্যক্তিগত ও পেশাগতভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও উল্লেখ করা হয় অভিযোগ পত্রে।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, তিনি কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন। ওয়ারী থানাধীন কাপ্তান বাজারের রওশন হোটেলের সামনে পৌছালে ৮-১০ জন মাদকাসক্ত বখাটে তার ওপর হামলা করে। এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিলে আরও ক্ষিপ্ত হয় সন্ত্রাসীরা। পরবর্তীতে ৯৯৯ এ ফোন দিলে ওয়ারী থানা পুলিশ এসে তাকে উদ্ধার করে।

এদিকে ঘটনার সাথে জড়িত তিন সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। তারা হলো- উৎসব, হোসেন ও জীবন। এ বিষয়ে ওয়ারী থানা পুলিশের উপপরিদর্শক সৌরভ সাহা বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় একটা অভিযোগ দায়ের হয়েছে। সে ৯৯৯ এ ফোন দিলে আমরা তাকে উদ্ধার করি। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।”