বন্ধুর জন্মদিনের উপহার কিনতে যাওয়ার পথে লাশ হলেন ৩ বন্ধু

  • Update Time : ১০:৪৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২
  • / 229

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়িচাপায় তিন মাদরাসাছাত্র নিহত হয়েছেন।

বুধবার (১৭ আগস্ট) রাত ৯টার দিকে মহাসড়কের উপজেলার নালঘর রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুরুল হক আকন্দ এতথ্য নিশ্চিত করেছেন।

নিহত শিক্ষার্থীরা হলেন উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুফুয়া উত্তরপাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে লিমন (২০), একই ইউনিয়নের বদরপুর গ্রামের আবদুল গফুরের ছেলে আবদুর রাজ্জাকা (২০) এবং উত্তর ছুফুয়া গ্রামের ডাক্তার মাসুদের ছেলে রাজ্জাক (২০)। তারা তিনজনই ছুফুয়া ফাজিল মাদরাসার আলিম প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি একেএম মনজুরুল হক আকন্দ জানান, তারা তিনজন বন্ধুর জন্মদিনের উপহার কেনার জন্য অটোরিকশাযোগে মিয়া বাজার যাচ্ছিলেন। নালঘর রাস্তার মাথা এলাকায় একটি গাড়ি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।

ওসি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়েছে। ঘটনার পর অটোরিকশা চালক পলাতক।

Please Share This Post in Your Social Media


বন্ধুর জন্মদিনের উপহার কিনতে যাওয়ার পথে লাশ হলেন ৩ বন্ধু

Update Time : ১০:৪৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়িচাপায় তিন মাদরাসাছাত্র নিহত হয়েছেন।

বুধবার (১৭ আগস্ট) রাত ৯টার দিকে মহাসড়কের উপজেলার নালঘর রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুরুল হক আকন্দ এতথ্য নিশ্চিত করেছেন।

নিহত শিক্ষার্থীরা হলেন উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুফুয়া উত্তরপাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে লিমন (২০), একই ইউনিয়নের বদরপুর গ্রামের আবদুল গফুরের ছেলে আবদুর রাজ্জাকা (২০) এবং উত্তর ছুফুয়া গ্রামের ডাক্তার মাসুদের ছেলে রাজ্জাক (২০)। তারা তিনজনই ছুফুয়া ফাজিল মাদরাসার আলিম প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি একেএম মনজুরুল হক আকন্দ জানান, তারা তিনজন বন্ধুর জন্মদিনের উপহার কেনার জন্য অটোরিকশাযোগে মিয়া বাজার যাচ্ছিলেন। নালঘর রাস্তার মাথা এলাকায় একটি গাড়ি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।

ওসি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়েছে। ঘটনার পর অটোরিকশা চালক পলাতক।