বিপুল উৎসাহে আর্ট নার্সিং কলেজে ‘ফুড ফেয়ার’ অনুষ্ঠিত

  • Update Time : ১১:৫১:৪১ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২
  • / 202

সোহাইবুল ইসলাম সোহাগ,কুমিল্লা প্রতিনিধি:

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে কুমিল্লা আর্ট নার্সিং কলেজের বিএসসি ইন নার্সিং ২য় বর্ষের উদ্যোগে ‘ফুড ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে।ওয়ালে ওয়ালে সেজেছে তুলি আঁকা। ফাস্টফুড ও ঘরোয়া খাবারের সমারোহে আয়োজিত ফুড ফেয়ার ঘিরে উৎসবমুখর হয়ে উঠেছিল পুরো ক্যাম্পাস।

রবিবার (১৪ আগস্ট) দুপুর ২ টার দিকে কুমিল্লা আর্ট নার্সিং কলেজ ভবনের ৩য় তলায় কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শেখ জহিরুল ইসলাম ফিতা কেটে মেলার উদ্ভোধন ঘোষণা করেন। এরপর মেলায় অংশ নেওয়া সব স্টল ঘুরে দেখেন ও শিক্ষার্থীদের উৎসাহ দিয়ে আনন্দ মুখর পরিবেশে কেক কাটেন।

পল্লী পিঠাঘর, স্পাইসি বাইটস, লুচি ডেলিগেট, পিঠার রাজ্য, উদরপূর্তি, কুল পার্লার, ফুড ব্যাংক- এমন সব বাহারি নাম ও স্বাদের খাবার নিয়ে মোট ১২টি স্টল অংশ নেয় এ মেলায়।

কলেজের শিক্ষার্থী হাসিবুল হোসেন ইমন বলেন,বিভিন্ন দেশি-বিদেশি খাবার ছাড়াও ছিলো বিভিন্ন ধরনের পিঠা, ফুচকা, চটপটি থেকে শুরু করে ফাস্টফুডের বিভিন্ন আইটেম।

এই আয়োজনে পুলি পিঠা, ফুল পিঠা, নকশি পিঠা, পাটিসাপটাসহ দর্শনার্থীদের মন কারতে সঙ্গে ছিলো বাংলার ঐতিহ্যবাহী নারকেলের নাড়ু। সকাল থেকে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়েছিল মেলাটি।

মেলায় অংশ নেওয়া জিল ক্বদের নেছা মুন্নী বলেন, আমরা অবিভূত, আমাদের প্রত্যাশার চেয়েও ভালো সাড়া পেয়েছি। মাত্র এক ঘণ্টায় আমাদের স্টলের সব আইটেম শেষ হয়ে যায়। দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে যেন অন্যরকম উৎসবে রুপ নেয় আজকের এ আয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন নার্সিং ও মিডওয়াইফারী কলেজের ইন্স সট্রাকটর ইনচার্জ আকবরি খানম,আর্ট নার্সিং কলেজের অধ্যক্ষ শিউলী আক্তার,দৈনিক সমাজকন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জসিম উদ্দিন চাষী।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মনিরুল ইসলাম সরকার,কামরুল ইসলাম মুসা সহ শিক্ষক/শিক্ষার্থী বৃন্দ।অনুষ্ঠানে সার্বিক সফলার সার্বক্ষণিক দিকপাল হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা মোঃ সাঈদ হাসান ও শ্রেনী শিক্ষক নাহিদ ভূঁইয়া।

মেলায় আগত সাবেক শিক্ষার্থীরা বলেন, আজকের আয়োজনটি অসাধারন ছিল, দারুণ কাজ করেছে আমাদের জুনিয়ররা। মেলায় এতো ভিড় হবে তা বুঝতে পারিনি, একটু লেট করে আসার কারণে আমরা অনেকই কোনো খাবারই পেলাম না!

এ বিষয়ে শেখ জহিরুল ইসলাম পরিদর্শন করে বলেন,কলেজের ছাত্র/ছাত্রীরা এতো বড় পরিসরে ফুড ফেয়ারের আয়োজন করতে পেরেছে এতে সত্যি আনন্দিত।বিএসসি ইন নার্সিং ২য় বর্ষের শিক্ষার্থীরা যেমন বাস্তবমুখী প্রয়োগ জানতে পেরেছে, ঠিক এতে তেমনি পুরো ক্যাম্পাসে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।তাদের আয়োজন শতভাগ সফল হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media


বিপুল উৎসাহে আর্ট নার্সিং কলেজে ‘ফুড ফেয়ার’ অনুষ্ঠিত

Update Time : ১১:৫১:৪১ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২

সোহাইবুল ইসলাম সোহাগ,কুমিল্লা প্রতিনিধি:

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে কুমিল্লা আর্ট নার্সিং কলেজের বিএসসি ইন নার্সিং ২য় বর্ষের উদ্যোগে ‘ফুড ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে।ওয়ালে ওয়ালে সেজেছে তুলি আঁকা। ফাস্টফুড ও ঘরোয়া খাবারের সমারোহে আয়োজিত ফুড ফেয়ার ঘিরে উৎসবমুখর হয়ে উঠেছিল পুরো ক্যাম্পাস।

রবিবার (১৪ আগস্ট) দুপুর ২ টার দিকে কুমিল্লা আর্ট নার্সিং কলেজ ভবনের ৩য় তলায় কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শেখ জহিরুল ইসলাম ফিতা কেটে মেলার উদ্ভোধন ঘোষণা করেন। এরপর মেলায় অংশ নেওয়া সব স্টল ঘুরে দেখেন ও শিক্ষার্থীদের উৎসাহ দিয়ে আনন্দ মুখর পরিবেশে কেক কাটেন।

পল্লী পিঠাঘর, স্পাইসি বাইটস, লুচি ডেলিগেট, পিঠার রাজ্য, উদরপূর্তি, কুল পার্লার, ফুড ব্যাংক- এমন সব বাহারি নাম ও স্বাদের খাবার নিয়ে মোট ১২টি স্টল অংশ নেয় এ মেলায়।

কলেজের শিক্ষার্থী হাসিবুল হোসেন ইমন বলেন,বিভিন্ন দেশি-বিদেশি খাবার ছাড়াও ছিলো বিভিন্ন ধরনের পিঠা, ফুচকা, চটপটি থেকে শুরু করে ফাস্টফুডের বিভিন্ন আইটেম।

এই আয়োজনে পুলি পিঠা, ফুল পিঠা, নকশি পিঠা, পাটিসাপটাসহ দর্শনার্থীদের মন কারতে সঙ্গে ছিলো বাংলার ঐতিহ্যবাহী নারকেলের নাড়ু। সকাল থেকে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়েছিল মেলাটি।

মেলায় অংশ নেওয়া জিল ক্বদের নেছা মুন্নী বলেন, আমরা অবিভূত, আমাদের প্রত্যাশার চেয়েও ভালো সাড়া পেয়েছি। মাত্র এক ঘণ্টায় আমাদের স্টলের সব আইটেম শেষ হয়ে যায়। দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে যেন অন্যরকম উৎসবে রুপ নেয় আজকের এ আয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন নার্সিং ও মিডওয়াইফারী কলেজের ইন্স সট্রাকটর ইনচার্জ আকবরি খানম,আর্ট নার্সিং কলেজের অধ্যক্ষ শিউলী আক্তার,দৈনিক সমাজকন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জসিম উদ্দিন চাষী।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মনিরুল ইসলাম সরকার,কামরুল ইসলাম মুসা সহ শিক্ষক/শিক্ষার্থী বৃন্দ।অনুষ্ঠানে সার্বিক সফলার সার্বক্ষণিক দিকপাল হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা মোঃ সাঈদ হাসান ও শ্রেনী শিক্ষক নাহিদ ভূঁইয়া।

মেলায় আগত সাবেক শিক্ষার্থীরা বলেন, আজকের আয়োজনটি অসাধারন ছিল, দারুণ কাজ করেছে আমাদের জুনিয়ররা। মেলায় এতো ভিড় হবে তা বুঝতে পারিনি, একটু লেট করে আসার কারণে আমরা অনেকই কোনো খাবারই পেলাম না!

এ বিষয়ে শেখ জহিরুল ইসলাম পরিদর্শন করে বলেন,কলেজের ছাত্র/ছাত্রীরা এতো বড় পরিসরে ফুড ফেয়ারের আয়োজন করতে পেরেছে এতে সত্যি আনন্দিত।বিএসসি ইন নার্সিং ২য় বর্ষের শিক্ষার্থীরা যেমন বাস্তবমুখী প্রয়োগ জানতে পেরেছে, ঠিক এতে তেমনি পুরো ক্যাম্পাসে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।তাদের আয়োজন শতভাগ সফল হয়েছে।