চকরিয়ায় বাস-নোহা গাড়ীর সংঘর্ষ, আহত – ৩

  • Update Time : ০৪:১৫:০৮ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২
  • / 174

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের চকরিয়ায় পূর্রবী বাস ও প্রাইভেট নোহা গাড়ীর মূখোমূখি সংঘর্ষে ০৩ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১ চালকসহ ২জনের অবস্থা গুরুতর।

শনিবার (৬ আগষ্ট) বেলা দেড় টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বানিয়াছড়াস্থ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারমুখী যাত্রীবাহী পূরর্বী এসি বাস বানিয়াছড়া বাজারস্হ বুখারী রহ. মাদ্রাসা ও এতিমখানার সামনে বেপরোয়া গতির চট্টগ্রামগামী নোহা গাড়ীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নোহা গাড়ির চালকসহ ৩ জন আহত হন। নোহা গাড়ি সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।

পুলিশ পথচারীদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চকরিয়া মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

দুর্ঘটনার পর ওই সড়কে প্রায় আধ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।

এ বিষয়ে হারবাং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

তিনি জানান, এখন পর্যন্ত কেউ মারা যায়নি।দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media


চকরিয়ায় বাস-নোহা গাড়ীর সংঘর্ষ, আহত – ৩

Update Time : ০৪:১৫:০৮ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের চকরিয়ায় পূর্রবী বাস ও প্রাইভেট নোহা গাড়ীর মূখোমূখি সংঘর্ষে ০৩ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১ চালকসহ ২জনের অবস্থা গুরুতর।

শনিবার (৬ আগষ্ট) বেলা দেড় টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বানিয়াছড়াস্থ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারমুখী যাত্রীবাহী পূরর্বী এসি বাস বানিয়াছড়া বাজারস্হ বুখারী রহ. মাদ্রাসা ও এতিমখানার সামনে বেপরোয়া গতির চট্টগ্রামগামী নোহা গাড়ীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নোহা গাড়ির চালকসহ ৩ জন আহত হন। নোহা গাড়ি সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।

পুলিশ পথচারীদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চকরিয়া মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

দুর্ঘটনার পর ওই সড়কে প্রায় আধ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।

এ বিষয়ে হারবাং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

তিনি জানান, এখন পর্যন্ত কেউ মারা যায়নি।দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।