মিরসরাইয়ে আগুনে পুড়ে ১১ মাসের শিশুর মৃত্যু, ১টি ঘর ভস্মীভূত

  • Update Time : ০৫:৪৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২
  • / 192

মিরসরাই,উপজেলা প্রতিনিধিঃ

মিরসরাইয়ে ঘরের আগুনে পুড়ে লামিয়া সুলতানা নামের ১১ মাসের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ আগস্ট) দুপুর ১:৩০ টার দিকে উপজেলার ইছাখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের জমাদার গ্রামের গোল বক্স মুহুরি বাড়ির আজিজুল হকের তিন পুত্র মাঈন উদ্দিন, রাজিব উদ্দিন ও আরিফ এর ঘরে আগুন লাগলে এতে আজিজুল হকের মেজো ছেলে রাজিব উদ্দিনের মেয়ে লামিয়া সুলতানা আগুনে পুড়ে মারা যায়।
স্থানীয় সূত্রে জানা যায় দুপুর একটার পর যখন সবাই নামাজ পড়তে যায় ঘরে তেমন কেউ ছিলনা হঠাৎ সার্কিটে কারণে ঘরে আগুন লাগে। আগুন লাগার পর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় পাশাপাশি এলাকার সবাই পুকুরের পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করে। শিশু কন্যাটি তখন ঘরে ঘুমাচ্ছিল তাকে উদ্ধার করতে পারেনি।
আগুন লাগার বিষয়ে ইছাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা জানান বৈদ্যুতিক শর্ট-সার্কিট এর মাধ্যমে আগুন লাগতে পারে হলে সবার ধারণা।আগুন লাগার সময় বাড়িতে কেউ না থাকায় শিশুটি ঘরের মধ্যে থাকায় সে পুড়ে মারা যায়। আগুন লাগার কিছুক্ষণ পর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একটি ঘর ও একটি রান্না ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।
এব্যাপারে মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হায়াতুল নবী জানান; ইছাখালিতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত পৌঁছে ঘন্টার চেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। আগুন নিয়ন্ত্রণ কালে একটি শিশু পুড়ে যাওয়ায় তার মৃত লাশ উদ্ধার করি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media


মিরসরাইয়ে আগুনে পুড়ে ১১ মাসের শিশুর মৃত্যু, ১টি ঘর ভস্মীভূত

Update Time : ০৫:৪৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২

মিরসরাই,উপজেলা প্রতিনিধিঃ

মিরসরাইয়ে ঘরের আগুনে পুড়ে লামিয়া সুলতানা নামের ১১ মাসের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ আগস্ট) দুপুর ১:৩০ টার দিকে উপজেলার ইছাখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের জমাদার গ্রামের গোল বক্স মুহুরি বাড়ির আজিজুল হকের তিন পুত্র মাঈন উদ্দিন, রাজিব উদ্দিন ও আরিফ এর ঘরে আগুন লাগলে এতে আজিজুল হকের মেজো ছেলে রাজিব উদ্দিনের মেয়ে লামিয়া সুলতানা আগুনে পুড়ে মারা যায়।
স্থানীয় সূত্রে জানা যায় দুপুর একটার পর যখন সবাই নামাজ পড়তে যায় ঘরে তেমন কেউ ছিলনা হঠাৎ সার্কিটে কারণে ঘরে আগুন লাগে। আগুন লাগার পর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় পাশাপাশি এলাকার সবাই পুকুরের পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করে। শিশু কন্যাটি তখন ঘরে ঘুমাচ্ছিল তাকে উদ্ধার করতে পারেনি।
আগুন লাগার বিষয়ে ইছাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা জানান বৈদ্যুতিক শর্ট-সার্কিট এর মাধ্যমে আগুন লাগতে পারে হলে সবার ধারণা।আগুন লাগার সময় বাড়িতে কেউ না থাকায় শিশুটি ঘরের মধ্যে থাকায় সে পুড়ে মারা যায়। আগুন লাগার কিছুক্ষণ পর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একটি ঘর ও একটি রান্না ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।
এব্যাপারে মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হায়াতুল নবী জানান; ইছাখালিতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত পৌঁছে ঘন্টার চেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। আগুন নিয়ন্ত্রণ কালে একটি শিশু পুড়ে যাওয়ায় তার মৃত লাশ উদ্ধার করি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান তিনি।