রাণীশংকৈলে অবৈধভাবে বিক্রি করা ৪৮ বস্তা সার জনতার হাতে আটক: ৫০ হাজার টাকা জরিমানা

  • Update Time : ০১:১৬:২৩ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২
  • / 170

রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল অবৈধভাবে ৪৮ বস্তা সার ক্রয় করে নিয়ে যাওয়ার সময় রাস্তায় সারসহ বহনকৃত ৪ টি ভ্যানকে আটক করে জনতা। পরে আটককৃত সার জব্দ করা হয় এবং ওই সার বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিৎ সাহা।

গত ২২ জুলাই শুক্রবার রাত সাড়ে ১০ টায় পৌর শহরের পাকারাস্তা থেকে চারটি ভ্যানে বহনকৃত টিএসপি ২৭ বস্তা ও পটাশ ২১ বস্তা মোট ৪৮ বস্তা সার জনতা আটক করে মুক্তা সিনেমা হলের সামনের নিয়ে আসে।

৪টি ভ্যানে করে ওই সার স্থানীয় ভ্যানচালক হানিফা, জবায়দুর, নূর ইসলাম ও অজয় জওগাঁও বেলপুকুরের ক্ষুদ্র সার ব্যবসায়ী জাহিদুরের দোকানে নিয়ে যাচ্ছিল বলে ভ্যান চালকেরা জানান। তবে সার ক্রয়ের রশিদ জাহিদুরের কাছে ছিলনা বলে ঘটনাস্থলে জাহিদুর সাংবাদিকদের বলেন।
এসময় উপস্থিত স্থানীয় সাংবাদিকরা এ সারের ছবি ভিডিওসহ সহ তথ্য সংগ্রহ করেন।

এদিকে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা ও উপ-সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম ঘটনাস্থলে এসে ভ্যানচালকসহ স্থানীয় লোকজনের কাছে অবৈধভাবে রশিদ ছাড়া সার নিয়ে যাওয়ার সত্যতা খুঁজে পান। এরিই মধ্যে ঘটনাস্থলে পুলিশও এসে উপস্থিত হয়।

পরে ঘটনাস্থল থেকে এসিল্যান্ড ৪৮ বস্তা সার জব্দ করে থানায় পাঠিয়ে দেন। ওই সার স্থানীয় সার ডিলার আলাউদ্দিন বিক্রি করেছে জানতে পেরে কর্মকর্তাগণ ও সাংবাদিকরাসহ আলাউদ্দিনের সার গোডাউন ও তার বাড়িতে গিয়ে ঘটনা তদন্ত করেন। ওই সার আলাউদ্দিনের ভাইয়ের বাড়ি থেকে বিক্রি করা হয় মর্মে তথ্য পাওয়া যায়।
এ সময় আলাউদ্দিন ও তার ভাই কর্মকর্তাদের কাছে ওই সার বিক্রি করেছেন মর্মে স্বীকার করেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজীত সাহা বলেন” জব্দকৃত সার ডিলার আলাউদ্দিনের স্বীকারোক্তিমূলে তাকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়েছে। এদিকে উপ-সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে যথারীতি ওই সারের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media


রাণীশংকৈলে অবৈধভাবে বিক্রি করা ৪৮ বস্তা সার জনতার হাতে আটক: ৫০ হাজার টাকা জরিমানা

Update Time : ০১:১৬:২৩ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২

রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল অবৈধভাবে ৪৮ বস্তা সার ক্রয় করে নিয়ে যাওয়ার সময় রাস্তায় সারসহ বহনকৃত ৪ টি ভ্যানকে আটক করে জনতা। পরে আটককৃত সার জব্দ করা হয় এবং ওই সার বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিৎ সাহা।

গত ২২ জুলাই শুক্রবার রাত সাড়ে ১০ টায় পৌর শহরের পাকারাস্তা থেকে চারটি ভ্যানে বহনকৃত টিএসপি ২৭ বস্তা ও পটাশ ২১ বস্তা মোট ৪৮ বস্তা সার জনতা আটক করে মুক্তা সিনেমা হলের সামনের নিয়ে আসে।

৪টি ভ্যানে করে ওই সার স্থানীয় ভ্যানচালক হানিফা, জবায়দুর, নূর ইসলাম ও অজয় জওগাঁও বেলপুকুরের ক্ষুদ্র সার ব্যবসায়ী জাহিদুরের দোকানে নিয়ে যাচ্ছিল বলে ভ্যান চালকেরা জানান। তবে সার ক্রয়ের রশিদ জাহিদুরের কাছে ছিলনা বলে ঘটনাস্থলে জাহিদুর সাংবাদিকদের বলেন।
এসময় উপস্থিত স্থানীয় সাংবাদিকরা এ সারের ছবি ভিডিওসহ সহ তথ্য সংগ্রহ করেন।

এদিকে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা ও উপ-সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম ঘটনাস্থলে এসে ভ্যানচালকসহ স্থানীয় লোকজনের কাছে অবৈধভাবে রশিদ ছাড়া সার নিয়ে যাওয়ার সত্যতা খুঁজে পান। এরিই মধ্যে ঘটনাস্থলে পুলিশও এসে উপস্থিত হয়।

পরে ঘটনাস্থল থেকে এসিল্যান্ড ৪৮ বস্তা সার জব্দ করে থানায় পাঠিয়ে দেন। ওই সার স্থানীয় সার ডিলার আলাউদ্দিন বিক্রি করেছে জানতে পেরে কর্মকর্তাগণ ও সাংবাদিকরাসহ আলাউদ্দিনের সার গোডাউন ও তার বাড়িতে গিয়ে ঘটনা তদন্ত করেন। ওই সার আলাউদ্দিনের ভাইয়ের বাড়ি থেকে বিক্রি করা হয় মর্মে তথ্য পাওয়া যায়।
এ সময় আলাউদ্দিন ও তার ভাই কর্মকর্তাদের কাছে ওই সার বিক্রি করেছেন মর্মে স্বীকার করেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজীত সাহা বলেন” জব্দকৃত সার ডিলার আলাউদ্দিনের স্বীকারোক্তিমূলে তাকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়েছে। এদিকে উপ-সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে যথারীতি ওই সারের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।