শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি

  • Update Time : ১০:৪৬:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২
  • / 165

আন্তর্জাতিক ডেস্কঃ

শ্রীলঙ্কায় চলমান সঙ্কট মোকাবিলায় দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। সোমবার (১৮ জুলাই) থেকেই এই জরুরি অবস্থা কার্যকর হচ্ছে।

এক জরুরী নোটিশ জারি করে বিক্রমাসিংহে বলেন, জননিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা এবং প্রয়োজনীয় সরবরাহ ও পরিষেবা রক্ষণাবেক্ষণের স্বার্থে জনসাধারণের জন্য জরুরি অবস্থা জারি করা প্রয়োজন।

আগামী ২০ জুলাই দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবে। পার্লামেন্টে ভোটাভুটির আগেই এই জরুরি অবস্থা জারি করা হলো।

আসন্ন এই নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার সংসদে মনোনয়নপত্র গ্রহণ করা হবে ও বুধবার প্রেসিডেন্ট পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সম্প্রতি অর্থনৈতিক সঙ্কটের জেরে বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।

গত শনিবার বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট প্যালেস থেকে তিনি পালিয়ে অন্যত্র চলে যান গোতাবায়া। তার ভাই ও সাবেক অর্থমন্ত্রী বসিল রাজাপাকসেও দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে।

এর আগে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের ভাই ও সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করতে বাধ্য হন।

গত মার্চ মাস থেকে অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কায় শুরু হয় আন্দোলন। এক পর্যায়ে সাধারণ মানুষ বিক্ষোভে ফেটে পড়েন। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয় ও প্রেসিডেন্টের বাসভবনেও ঢুকে পড়েন তারা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। সূত্র: কলম্বো গেজেট

Tag :

Please Share This Post in Your Social Media


শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি

Update Time : ১০:৪৬:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২

আন্তর্জাতিক ডেস্কঃ

শ্রীলঙ্কায় চলমান সঙ্কট মোকাবিলায় দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। সোমবার (১৮ জুলাই) থেকেই এই জরুরি অবস্থা কার্যকর হচ্ছে।

এক জরুরী নোটিশ জারি করে বিক্রমাসিংহে বলেন, জননিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা এবং প্রয়োজনীয় সরবরাহ ও পরিষেবা রক্ষণাবেক্ষণের স্বার্থে জনসাধারণের জন্য জরুরি অবস্থা জারি করা প্রয়োজন।

আগামী ২০ জুলাই দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবে। পার্লামেন্টে ভোটাভুটির আগেই এই জরুরি অবস্থা জারি করা হলো।

আসন্ন এই নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার সংসদে মনোনয়নপত্র গ্রহণ করা হবে ও বুধবার প্রেসিডেন্ট পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সম্প্রতি অর্থনৈতিক সঙ্কটের জেরে বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।

গত শনিবার বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট প্যালেস থেকে তিনি পালিয়ে অন্যত্র চলে যান গোতাবায়া। তার ভাই ও সাবেক অর্থমন্ত্রী বসিল রাজাপাকসেও দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে।

এর আগে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের ভাই ও সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করতে বাধ্য হন।

গত মার্চ মাস থেকে অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কায় শুরু হয় আন্দোলন। এক পর্যায়ে সাধারণ মানুষ বিক্ষোভে ফেটে পড়েন। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয় ও প্রেসিডেন্টের বাসভবনেও ঢুকে পড়েন তারা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। সূত্র: কলম্বো গেজেট