মতলবে অগ্নিকাণ্ডে ৯টি ঘর ভস্মিভূত

  • Update Time : ১২:৩৯:১১ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২
  • / 172

আল-আমিন ভূঁইয়াঃ

মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের ঘোড়াধারী পাটওয়ারী বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি বসত ঘর আগুনে পুড়ে ভস্মিভূত হয়ে গেছে। এতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

১৫ জুলাই রাত সাড়ে ৮টার দিকে ওই বাড়ির ইসমাইলের ঘর থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এতে ইসমাইল, আরিফ, আনিছ, বিল্লাল, আবু, কালু পাটোয়রী, আলিম উদিন, শরীফ, মনির, আইয়ুব আলীর ঘর আগুনে ভস্মিভূত হয়ে যায়।

পরে ফায়ার সার্ভিসের লোকজন ও স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিক স্থানীয় চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা প্রধানসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের শান্ত্বনা দেন। পরে ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ৯টি পরিবারকে নগদ ৫ হাজার টাকা ৪৫ হাজার টাকা প্রদান করেন।

পরদিন ১৬ জুলাই সকাল ১০টায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা হক, উপাদী দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা প্রধান, সাধারণ সম্পাদক নাজির আহমেদ বাদল মাস্টারসহ অন্যান্যরা। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ৯টি পরিবারকে ৫ হাজার টাকা করে ৪৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদেরকে শান্ত্বনা দেন।

Tag :

Please Share This Post in Your Social Media


মতলবে অগ্নিকাণ্ডে ৯টি ঘর ভস্মিভূত

Update Time : ১২:৩৯:১১ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২

আল-আমিন ভূঁইয়াঃ

মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের ঘোড়াধারী পাটওয়ারী বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি বসত ঘর আগুনে পুড়ে ভস্মিভূত হয়ে গেছে। এতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

১৫ জুলাই রাত সাড়ে ৮টার দিকে ওই বাড়ির ইসমাইলের ঘর থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এতে ইসমাইল, আরিফ, আনিছ, বিল্লাল, আবু, কালু পাটোয়রী, আলিম উদিন, শরীফ, মনির, আইয়ুব আলীর ঘর আগুনে ভস্মিভূত হয়ে যায়।

পরে ফায়ার সার্ভিসের লোকজন ও স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিক স্থানীয় চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা প্রধানসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের শান্ত্বনা দেন। পরে ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ৯টি পরিবারকে নগদ ৫ হাজার টাকা ৪৫ হাজার টাকা প্রদান করেন।

পরদিন ১৬ জুলাই সকাল ১০টায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা হক, উপাদী দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা প্রধান, সাধারণ সম্পাদক নাজির আহমেদ বাদল মাস্টারসহ অন্যান্যরা। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ৯টি পরিবারকে ৫ হাজার টাকা করে ৪৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদেরকে শান্ত্বনা দেন।