আবের ওপর হামলা ‘জঘন্য কাজ’: জাপানের প্রধানমন্ত্রী

  • Update Time : ০২:৫১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২
  • / 190

আন্তর্জাতিক ডেস্কঃ

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের ওপর বন্দুক হামলাকে ‘জঘন্য কাজ’ বলে নিন্দা জানিয়েছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। হামলার পর শুক্রবার সাংবাদিকদের তিনি এ কথা বলেছেন।

শুক্রবার সকালে একটি সভায় বক্তব্য দেওয়ার সময় গুলিবিদ্ধ হন আবে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

কিশিদা বলেন, “শিনজো আবেকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তার ‘অবস্থা অত্যন্ত সংকটাপন্ন’। আমি অন্তর থেকে প্রার্থনা করছি যেন তিনি বেঁচে যান এবং এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।”

তিনি বলেন, “এ ঘটনাটি ‘ক্ষমার অযোগ্য’। এখন চিকিৎসকরা তাদের সাধ্যের মধ্যে সবকিছু করছেন। এ মুহূর্তে আমি আশা করছি এবং প্রার্থনা করছি সাবেক প্রধানমন্ত্রী আবে বাঁচবেন।”

জাপানের প্রধানমন্ত্রী বলেন, “এ ধরনের হামলা সহ্য করা হবে না। আমরা আমাদের সাধ্যের মধ্যে সবকিছু করব।”

জাপানে দুই মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন আবে। তিনি দেশটিতে সবচেয়ে বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। অসুস্থতার কারণে ২০২০ সালে তিনি পদত্যাগ করেন।
সূত্র: বিবিসি

Tag :

Please Share This Post in Your Social Media


আবের ওপর হামলা ‘জঘন্য কাজ’: জাপানের প্রধানমন্ত্রী

Update Time : ০২:৫১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২

আন্তর্জাতিক ডেস্কঃ

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের ওপর বন্দুক হামলাকে ‘জঘন্য কাজ’ বলে নিন্দা জানিয়েছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। হামলার পর শুক্রবার সাংবাদিকদের তিনি এ কথা বলেছেন।

শুক্রবার সকালে একটি সভায় বক্তব্য দেওয়ার সময় গুলিবিদ্ধ হন আবে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

কিশিদা বলেন, “শিনজো আবেকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তার ‘অবস্থা অত্যন্ত সংকটাপন্ন’। আমি অন্তর থেকে প্রার্থনা করছি যেন তিনি বেঁচে যান এবং এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।”

তিনি বলেন, “এ ঘটনাটি ‘ক্ষমার অযোগ্য’। এখন চিকিৎসকরা তাদের সাধ্যের মধ্যে সবকিছু করছেন। এ মুহূর্তে আমি আশা করছি এবং প্রার্থনা করছি সাবেক প্রধানমন্ত্রী আবে বাঁচবেন।”

জাপানের প্রধানমন্ত্রী বলেন, “এ ধরনের হামলা সহ্য করা হবে না। আমরা আমাদের সাধ্যের মধ্যে সবকিছু করব।”

জাপানে দুই মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন আবে। তিনি দেশটিতে সবচেয়ে বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। অসুস্থতার কারণে ২০২০ সালে তিনি পদত্যাগ করেন।
সূত্র: বিবিসি