ঢাবি’র ‘খ’ ইউনিটের ফল প্রকাশ, প্রায় ৯০ শতাংশই ফেল
- Update Time : ০৬:০৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২
- / 259
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এতে কৃতকার্য হয়েছেন পাঁচ হাজার ৬২২ জন। পাসের হার ৯ দশমিক ৮৭ শতাংশ। সেই হিসেবে ফেল করেছেন প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থীই।
পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন ৯০.১৩ শতাংশ। এক হাজার ৭৮৮টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেন ৫৬ হাজার ৯৭২ জন।
অপরদিকে প্রথম হওয়া শিক্ষার্থী ৯৬ দশমিক পাঁচ স্কোর পেয়েছেন।
সোমবার (২৭ জুন) দুপুর একটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন।
উপাচার্য বলেন, যতো দ্রুত সম্ভব শ্রেণি কার্যক্রম শুরু করা যায় সেই চেষ্টা থাকবে। কারণ করোনার শিক্ষার ক্ষতি কাটিয়ে উঠতে চাই।
ডোপ টেস্ট করে ভর্তি করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে ভিসি বলেন, কোয়ালিটি গ্রাজুয়েট তৈরি করতে চাই। অশুভ কাজে শিক্ষার্থীরা সম্পৃক্ত না হোক সেই চেষ্টাই থাকবে।
তিনি জানান, চার থেকে ২১ জুলাই বিষয় পছন্দক্রম প্রদান করতে হবে এবং ১৭ জুলাই থেকে কোটার ফর্ম নিয়ে প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে জমা দিতে হবে।
গত চার জুন এই ইউনিটের পরীক্ষা ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়।