পীরগঞ্জে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি স্তম্ভের উদ্বোধন

  • Update Time : ১০:০২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২
  • / 141

পীরগঞ্জ প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা শহরের রঘুনাথপুর এলাকায় মঙ্গলবার ২১ জুন দুপুরে নবনির্মিত শহীদ বুদ্ধিজীবীর স্মৃতিস্তম্ভ “স্মৃতি ৭১” এর উদ্বোধনী ফলক উম্মোচন করেন উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম।

শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক গোলাম মোস্তফা’র সমাধী সংরক্ষণ এবং তার স্মরণে এ স্মৃতিস্তম্ভ নির্মাণ করার হয়েছে বলে সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইব্রাহীম খান, সাবেক পৌর চেয়ারম্যান গোলাম হুসেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শামিমুজ্জামান জুয়েল, অধ্যাপক তৈয়ব আলী, সৈয়দপুর সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদ সন্তান আসাদুজ্জামান, সিনিয়র সাংবাদিক ফজলে ইমাম বুলবুল, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাবেক সভাপতি মেহের এলাহী প্রমূখ।

এছাড়াও অনুষ্ঠানে জাসদের উপজেলা সভাপতি দীপেন রায়, সিপিবি’র সভাপতি প্রভাত সমীর শাহাজাহান, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সহ সম্পাদক দুলাল সরকারসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ, শিক্ষক, ছাত্রছাত্রী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন প্রায় তিন লাখ টাকা ব্যয়ে এ নির্মাণ কাজ বাস্তবায়ন করেন। পরে অধ্যাপক গোলাম মোস্তফা’র স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

প্রসঙ্গত: ১৯৭১ সালের ১৭ এপ্রিল পীরগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফাকে শহরের নিজ বাসা থেকে ধরে নিয়ে যায় পাকিস্তানী হানাদার বাহিনী। পরে জামালপুর ইক্ষুখামারে গোলাম মোস্তফাসহ ৭ জনকে নির্মাম ভাবে হত্যা করে। ১৯৯৩ সালে ডাকবিভাগ তাঁর স্মরণে স্মারক ডাকটিকিট প্রকাশ করে ।

Tag :

Please Share This Post in Your Social Media


পীরগঞ্জে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি স্তম্ভের উদ্বোধন

Update Time : ১০:০২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২

পীরগঞ্জ প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা শহরের রঘুনাথপুর এলাকায় মঙ্গলবার ২১ জুন দুপুরে নবনির্মিত শহীদ বুদ্ধিজীবীর স্মৃতিস্তম্ভ “স্মৃতি ৭১” এর উদ্বোধনী ফলক উম্মোচন করেন উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম।

শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক গোলাম মোস্তফা’র সমাধী সংরক্ষণ এবং তার স্মরণে এ স্মৃতিস্তম্ভ নির্মাণ করার হয়েছে বলে সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইব্রাহীম খান, সাবেক পৌর চেয়ারম্যান গোলাম হুসেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শামিমুজ্জামান জুয়েল, অধ্যাপক তৈয়ব আলী, সৈয়দপুর সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদ সন্তান আসাদুজ্জামান, সিনিয়র সাংবাদিক ফজলে ইমাম বুলবুল, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাবেক সভাপতি মেহের এলাহী প্রমূখ।

এছাড়াও অনুষ্ঠানে জাসদের উপজেলা সভাপতি দীপেন রায়, সিপিবি’র সভাপতি প্রভাত সমীর শাহাজাহান, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সহ সম্পাদক দুলাল সরকারসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ, শিক্ষক, ছাত্রছাত্রী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন প্রায় তিন লাখ টাকা ব্যয়ে এ নির্মাণ কাজ বাস্তবায়ন করেন। পরে অধ্যাপক গোলাম মোস্তফা’র স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

প্রসঙ্গত: ১৯৭১ সালের ১৭ এপ্রিল পীরগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফাকে শহরের নিজ বাসা থেকে ধরে নিয়ে যায় পাকিস্তানী হানাদার বাহিনী। পরে জামালপুর ইক্ষুখামারে গোলাম মোস্তফাসহ ৭ জনকে নির্মাম ভাবে হত্যা করে। ১৯৯৩ সালে ডাকবিভাগ তাঁর স্মরণে স্মারক ডাকটিকিট প্রকাশ করে ।