সিদ্বিরগঞ্জের আদমজী ইপিজেডে আগুন

  • Update Time : ০২:৪৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২
  • / 167

জেলা প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের ভেতরে গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৭ জুন) সকাল সাড়ে দশটার দিকে এই আগুনের সূত্রপাত ঘটে।

ইতোমধ্যে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইপিজেডের ভেতরে একটি নির্মাণ কাজের পাইলিং করার সময় নীচে থাকা গ্যাস লাইনের পাইপ ফেটে গিয়ে আগুন জ্বলে উঠে। গ্যাস লাইনের আগুন হওয়াতে এর শিখা দ্রুত উপরের দিকে উঠতে থাকে। এ কারণে সেখানে থাকা বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে আতংক ছড়িয়ে পড়লে তারা দ্রুত ইপিজেড এলাকা ত্যাগ করেন।

তবে কোন গণমাধ্যম কর্মীদের সেখানে প্রবেশ করতে দেয়ান হয়নি।

নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের হাজীগঞ্জ, মন্ডলপাড়া নারায়ণগঞ্জসহ চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের চারপাশে একশ ফিট পর্যন্ত ফায়ার ব্রিগেডের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে রাখার কাজ করছে। আগুন ছড়িয়ে যাবার কোন আশঙ্কা নেই। তিতাস কর্তৃপক্ষ গ্যাস লাইনের গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে। পাইপে জমে থাকা গ্যাস ফুরালেই আগুন পুরোপুরি নিভে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

ঘটনাস্থলে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হারুনর রশীদ মোল্লা, নারায়ণগঞ্জ তিতাস গ্যাস কার্যালয়ের ডিএমডি প্রকৌশলী ইমাম উদ্দিন, র‍্যাবের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার মুনিরুল আলম, সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান, ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন উপস্থিত রয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media


সিদ্বিরগঞ্জের আদমজী ইপিজেডে আগুন

Update Time : ০২:৪৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২

জেলা প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের ভেতরে গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৭ জুন) সকাল সাড়ে দশটার দিকে এই আগুনের সূত্রপাত ঘটে।

ইতোমধ্যে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইপিজেডের ভেতরে একটি নির্মাণ কাজের পাইলিং করার সময় নীচে থাকা গ্যাস লাইনের পাইপ ফেটে গিয়ে আগুন জ্বলে উঠে। গ্যাস লাইনের আগুন হওয়াতে এর শিখা দ্রুত উপরের দিকে উঠতে থাকে। এ কারণে সেখানে থাকা বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে আতংক ছড়িয়ে পড়লে তারা দ্রুত ইপিজেড এলাকা ত্যাগ করেন।

তবে কোন গণমাধ্যম কর্মীদের সেখানে প্রবেশ করতে দেয়ান হয়নি।

নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের হাজীগঞ্জ, মন্ডলপাড়া নারায়ণগঞ্জসহ চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের চারপাশে একশ ফিট পর্যন্ত ফায়ার ব্রিগেডের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে রাখার কাজ করছে। আগুন ছড়িয়ে যাবার কোন আশঙ্কা নেই। তিতাস কর্তৃপক্ষ গ্যাস লাইনের গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে। পাইপে জমে থাকা গ্যাস ফুরালেই আগুন পুরোপুরি নিভে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

ঘটনাস্থলে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হারুনর রশীদ মোল্লা, নারায়ণগঞ্জ তিতাস গ্যাস কার্যালয়ের ডিএমডি প্রকৌশলী ইমাম উদ্দিন, র‍্যাবের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার মুনিরুল আলম, সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান, ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন উপস্থিত রয়েছেন।