পাওনা টাকার জন্য কিশোর রুবেলকে হত্যা, হত্যাকারী আটক

  • Update Time : ১২:২৭:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
  • / 155

এমরান হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি: 

জামালপুরের বকশীগঞ্জে রুবেল মিয়া (১৬) নামে এক কিশোরের অর্ধগলিত লাশ ব্রহ্মপুত্র নদ থেকে ভাসমান অবস্থায় উদ্ধারের ঘটনায় হত্যাকারীকে আটক করেছে র‍্যাব-১৪। আটককৃত হত্যাকারী রিয়াদ (১৬) একই উপজেলার বাহাদুরাবাদ গ্রামের মোঃ ইউনুস আলীর ছেলে। পাওনা টাকা আদায় নিয়ে কথা কাটাকাটির জের ধরে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে আটক রিয়াদ।

বুধবার (৮ জুন) ই-মেইলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, গত ২ জুন রাতে দেওয়ানগঞ্জের দেলোয়ার হোসেনের ছেলে রুবেল মিয়া নিখোঁজ হয়। ৪ জুন বকশীগঞ্জের মাইছানিরচর গ্রামে ব্রহ্মপুত্র নদে অর্ধগলিত একটি লাশ পানিতে ভাসতে দেখা যায়।

লাশ উদ্ধারের পর (৫ জুন) এ বিষয়ে বকশীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়। পরবর্তীতে লাশের পরিচয় শনাক্ত হবার পর ঘটনার প্রকৃত রহস্য উৎঘাটন এবং অভিযুক্তকে আটকের চেষ্টা অব্যাহত রাখে র‍্যাব। মঙ্গলবার (৭ জুন) দিবাগত রাত আনুমানিক ১ টার দিকে হত্যাকারী রিয়াদকে তার নিজবাড়ি থেকে আটক করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিয়াদ পাওনা টাকা আদায় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে নিজেই এই নৃশংস হত্যাকান্ডটি ঘটিয়েছে বলে স্বীকার করে এবং নৃশংস হত্যাকান্ডটি কিভাবে ঘটিয়েছে তার বর্ণনা দেয়। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media


পাওনা টাকার জন্য কিশোর রুবেলকে হত্যা, হত্যাকারী আটক

Update Time : ১২:২৭:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২

এমরান হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি: 

জামালপুরের বকশীগঞ্জে রুবেল মিয়া (১৬) নামে এক কিশোরের অর্ধগলিত লাশ ব্রহ্মপুত্র নদ থেকে ভাসমান অবস্থায় উদ্ধারের ঘটনায় হত্যাকারীকে আটক করেছে র‍্যাব-১৪। আটককৃত হত্যাকারী রিয়াদ (১৬) একই উপজেলার বাহাদুরাবাদ গ্রামের মোঃ ইউনুস আলীর ছেলে। পাওনা টাকা আদায় নিয়ে কথা কাটাকাটির জের ধরে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে আটক রিয়াদ।

বুধবার (৮ জুন) ই-মেইলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, গত ২ জুন রাতে দেওয়ানগঞ্জের দেলোয়ার হোসেনের ছেলে রুবেল মিয়া নিখোঁজ হয়। ৪ জুন বকশীগঞ্জের মাইছানিরচর গ্রামে ব্রহ্মপুত্র নদে অর্ধগলিত একটি লাশ পানিতে ভাসতে দেখা যায়।

লাশ উদ্ধারের পর (৫ জুন) এ বিষয়ে বকশীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়। পরবর্তীতে লাশের পরিচয় শনাক্ত হবার পর ঘটনার প্রকৃত রহস্য উৎঘাটন এবং অভিযুক্তকে আটকের চেষ্টা অব্যাহত রাখে র‍্যাব। মঙ্গলবার (৭ জুন) দিবাগত রাত আনুমানিক ১ টার দিকে হত্যাকারী রিয়াদকে তার নিজবাড়ি থেকে আটক করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিয়াদ পাওনা টাকা আদায় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে নিজেই এই নৃশংস হত্যাকান্ডটি ঘটিয়েছে বলে স্বীকার করে এবং নৃশংস হত্যাকান্ডটি কিভাবে ঘটিয়েছে তার বর্ণনা দেয়। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।