হরিপুরে বোনকে বাঁচাতে গিয়ে ভাই-বোনের জলডুবিতে মৃত্যু

  • Update Time : ০৮:১৩:১০ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২
  • / 177

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় রবিবার (৮ মে) পুকুরের পানিতে ডুবে রুমিন ইসলাম (৮) ও শোভা আকতার (৪) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা দু’জনেই আপন ভাইবোন। এদিন সকালে উপজেলার ভাতুরিয়ার মধুডাঙ্গী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ভাতুরিয়া ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

রুমিন ও শোভা উপজেলার ভাতুরিয়ার গড় ভবানীপুর মধুডাঙ্গী গ্রামের জহরুল ইসলামের ছেলে ও শফিকুল ইসলামের মেয়ে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছেে, ঘটনার দিন সকাল সাড়ে নয়টার দিকে নাস্তা খেয়ে চাচাতো ভাইবোন বাড়ির পাশের পুকুরের ধারে খেলা করছিল। খেলার সময় হঠাৎ পুকুরের পানিতে শোভা পড়ে যায়। বোনকে বাঁচাতে গিয়ে
জলডুবি হয়ে ভাইবোন দু’জনেই মারা যান । সকাল ১০ টায় স্থানীয় লোকজন পুকুরের পানিতে তাদের লাশ ভাসতে দেখে রুমিন ও শোভাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে মৃত দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ নিয়ে থানায় একটি ইউডি মামলা করা রুজু করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media


হরিপুরে বোনকে বাঁচাতে গিয়ে ভাই-বোনের জলডুবিতে মৃত্যু

Update Time : ০৮:১৩:১০ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় রবিবার (৮ মে) পুকুরের পানিতে ডুবে রুমিন ইসলাম (৮) ও শোভা আকতার (৪) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা দু’জনেই আপন ভাইবোন। এদিন সকালে উপজেলার ভাতুরিয়ার মধুডাঙ্গী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ভাতুরিয়া ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

রুমিন ও শোভা উপজেলার ভাতুরিয়ার গড় ভবানীপুর মধুডাঙ্গী গ্রামের জহরুল ইসলামের ছেলে ও শফিকুল ইসলামের মেয়ে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছেে, ঘটনার দিন সকাল সাড়ে নয়টার দিকে নাস্তা খেয়ে চাচাতো ভাইবোন বাড়ির পাশের পুকুরের ধারে খেলা করছিল। খেলার সময় হঠাৎ পুকুরের পানিতে শোভা পড়ে যায়। বোনকে বাঁচাতে গিয়ে
জলডুবি হয়ে ভাইবোন দু’জনেই মারা যান । সকাল ১০ টায় স্থানীয় লোকজন পুকুরের পানিতে তাদের লাশ ভাসতে দেখে রুমিন ও শোভাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে মৃত দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ নিয়ে থানায় একটি ইউডি মামলা করা রুজু করা হয়েছে।