বাসাবোতে ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • Update Time : ১১:০০:৪৬ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২
  • / 176

নিজস্ব প্রতিবেদক:

বাসাবো বৌদ্ধ মন্দির থেকে কালি মন্দির সড়কে অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ২৫টি অবৈধ স্থাপনা ও স্থাপনার অবৈধ বর্ধিতাংশ উচ্ছেদ করা হয়েছে।

আজ সোমবার (৪ এপ্রিল) দক্ষিণ সিটির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ সিকদার এই অভিযান পরিচালনা করেন।

অভিযান প্রসঙ্গে সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান বলেন, “বাসাবো বৌদ্ধ মন্দির থেকে কালি মন্দির সড়কে মেয়র মহোদয়ের নির্দেশনার আলোকে আজকের অভিযান পরিচালনা করা হয়। সরু রাস্তার কারণে নিত্য যানজট লেগে থাকা এই এলাকার দীর্ঘদিনের সমস্যা। সেই সমস্যা হতে উত্তরণে রাস্তা সম্প্রসারণের লক্ষ্যে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।”

অভিযানকালে অন্যান্যের মধ্যে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সুয়ে মেন জো, স্থানীয় (৫ নম্বর ওয়ার্ড) কাউন্সিলর চিত্তরঞ্জন দাস, নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম জয় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media


বাসাবোতে ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

Update Time : ১১:০০:৪৬ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২

নিজস্ব প্রতিবেদক:

বাসাবো বৌদ্ধ মন্দির থেকে কালি মন্দির সড়কে অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ২৫টি অবৈধ স্থাপনা ও স্থাপনার অবৈধ বর্ধিতাংশ উচ্ছেদ করা হয়েছে।

আজ সোমবার (৪ এপ্রিল) দক্ষিণ সিটির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ সিকদার এই অভিযান পরিচালনা করেন।

অভিযান প্রসঙ্গে সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান বলেন, “বাসাবো বৌদ্ধ মন্দির থেকে কালি মন্দির সড়কে মেয়র মহোদয়ের নির্দেশনার আলোকে আজকের অভিযান পরিচালনা করা হয়। সরু রাস্তার কারণে নিত্য যানজট লেগে থাকা এই এলাকার দীর্ঘদিনের সমস্যা। সেই সমস্যা হতে উত্তরণে রাস্তা সম্প্রসারণের লক্ষ্যে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।”

অভিযানকালে অন্যান্যের মধ্যে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সুয়ে মেন জো, স্থানীয় (৫ নম্বর ওয়ার্ড) কাউন্সিলর চিত্তরঞ্জন দাস, নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম জয় উপস্থিত ছিলেন।