মুজিব কণ্ঠ
- Update Time : ১২:২৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
- / 411
আশিকুর রহমান অমি
যেদিন সূর্যালোকে মর্ত্য ভেদিয়া
এলো জয়োধ্বনি,
বাংলা হলো তিমির ছেদিয়া
এক মুক্ত বিরান ভূমি ;
সেই উত্তাল মার্চের বুকে আঁকা
বঙ্গবন্ধুর অমর বাণী,
আজও খুঁজে ফিরে যায়
বঙ্গদেশের এই বিস্তৃত বেলাভূমি ;
গগণহারা মেঘের ছড়ায়
সেই তর্জনীর হাক ডাক
অসুরবধের সমরবেলায়
কালকুঠুরীর ঘূর্ণিপাক ;
বক্ষজোড়া তাঁর চন্দ্রলেখা
আর ছয়দফা’র সেই কোট,
করে স্বদেশের যত ঝঞ্জা
কুর্নিশ করিয়া চম্পট ;
মুক্তি এলো আলো এলো,
এলো প্রভাতফেরীর গান
সুরের মূর্ছনায় ধন্য হলো
‘জয় বাংলা’ স্লোগান ;
পিতা মুজিবের কন্ঠ বাহিয়া
বাঙালি এই বিশ্বের কলতান
রণাঙ্গনের দ্রোহ-সাহস ছিল,
সেই মুজিব কন্ঠেরই নাম ;
বিশ্বজুড়ে তা বাড়িয়ে দিল
মানব কণ্ঠের দাম।
লেখক:
শিক্ষার্থী – রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও ছাত্রলীগ কর্মী, ঢাকা বিশ্ববিদ্যালয়।
Tag :