দ্রোহ ও ভালোবাসার মুগ্ধতায় পাঠকের উপলদ্ধি
- Update Time : ০৯:৪০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
- / 405
সাহিত্য জগতে এক নতুন উদ্ভাবনী এবং অসম্ভব প্রতিভাবান একজন লেখক আনিস ফারদীন
তাঁর লিখা কাব্যগ্রন্থ “দ্রোহ ও ভালবাসা“।
কাব্যগ্রন্থের নামটা শুনেই মনে হচ্ছে কবিতাগুলো অসম্ভব সুন্দর হবে। পছন্দ না করে উপায় আছে ?
সুতরাং –বুঝতেই পারছেন বইটা কেমন হবে।
বইয়ের নাম: দ্রোহ ও ভালোবাসা
লেখক : আনিস ফারদীন
প্রকাশক: পরিবার পাবলিকেশন্স
ক বিতা, তিনটি অক্ষরের ছোট্ট একটি শব্দ। কিন্তু এর গভীরতা অকল্পনীয়। হ্যাঁ, সত্যিকার অর্থেই অকল্পনীয়। জীবনের প্রত্যেকটি উপাদান এর উপাত্ত নিয়েই কবিতা।
কবিতা হাসায়,কবিতা আনন্দ দেয় আবার বেদনাও শেখায়। কবিতা হলো ছন্দ, স্পন্দন নিয়ে রচিত একগুচ্ছ শব্দমালা। যা কবির আবেগ, অনুভূতি উপলব্ধিকে সংক্ষেপে উদ্ভাসিত করে।‘দ্রোহ ও ভালোবাসা’ গ্রন্থের প্রথম কবিতার প্রথম লাইন,
“ আমি রক্তজবা ভীষণ ভালোবাসি
ভালোবাসি কৃষ্ণচূড়া
ওদের লাল যে আমায় খুব করে টানে,
লালের প্রতি এক আরক্তিম অনুরক্তি আছে”
বুঝতেই পারছেন কি বুঝাতে চেয়েছে লেখক। হ্যাঁ, ১৯৭১ সালের যে লাল বাসা বেধেছিল রক্তজবা আর কৃষ্ণচূড়ায় তাঁর পরিপেক্ষিতেই লেখক তার লেখনীতে তুলে ধরেছেন গভীর দেশ প্রেম। তাঁর লিখা আরো একটি কবিতা, ‘‘সংক্রামক ভালোবাসা”। কি ভাবছেন—-কোনো বড়োসড়ো রোগ শোক হবে—? না—- এ কবিতায় লেখক ভালোবাসা নামক এক সংক্রামক রোগের কথা বলেছেন।
দুটি লাইন,
“ভালোবাসা নামক সংক্রামক রোগে মানুষ সত্যিকারের মানুষ হয়ে উঠবে।যে রোগে পৃথিবীর মানুষ হয়ে উঠবে মানবিক“।এ ভালোবাসা শুধু প্রেমিক কিংবা প্রেমিকার না।এ ভালোবাসা সমগ্র পৃথিবী, সমগ্র জাতির এক হওয়ার ভালোবাসা।যেখানে থাকবেনা কোন হিংসা,থাকবেনা হানাহানি,প্রতিশোধ,নিষ্ঠুরতা কিংবা কামান গোলার প্রতিধ্বনি।
তাইতো কবি বলেছেন,
“ভালোবাসা হলে পৃথিবীর সর্বজনীন ভাষা,
পৃথিবী হয়ে উঠবে মানবিক”।
আমাকে মন্ত্রমুগ্ধতায় আচ্ছন্ন করেছে তাঁর লিখা কবিতা গুলো। এরূপ অনেক কবিতা তাঁর বইয়ে উল্লেখ রয়েছে। যেমন: প্রতীক্ষা, প্রত্যাখ্যান, অপেক্ষা,সিলমোহর,
মহানায়ক ও বাংলাদেশ, ঠুনকো ভালোবাসা।
তাঁর “দ্রোহ ও ভালোবাসা” গ্রন্থে ৮০ পৃষ্ঠায় রচিত ৬৯ টি কবিতাই আমার ভীষন ভালো লেগেছে। এটা যে লেখকের প্রথম কাব্যগ্রন্থ বিশ্বাসই করা যায় না। এতো সুন্দর লিখনি।
লেখকের জন্য অনেক শুভকামনা এবং পরবর্তী বইয়ের অপেক্ষায়।
দ্রোহ ও ভালোবাসা গ্রন্থটি পড়া না থাকলে পড়ার নিমন্ত্রণ রইল সবাইকে।
বইটি অনলাইনে পেতে ভিজিট করুন: www.boikini.com
অথবা,০১৭০৭০৭২৩২৩/০১৭০৭০৭২৩৩৩
পাঠক
জান্নাত ফেরদৌস