মাধবপুরে ট্রাক চাপায় রিকশার যাত্রীসহ নিহত ৩

  • Update Time : ০২:৪৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২
  • / 142

জেলা প্রতিনিধিঃ

হবিগঞ্জ জেলার মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও দুই আরোহীসহ তিনজন নিহত হয়েছেন।

শনিবার সকালে উপজেলার ফায়ার সার্ভিসের অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার পূর্ব মাধবপুর গ্রামের খালেক মিয়ার ছেলে রিকশাচালক সামাদ মিয়া (৩০), একই উপজেলার মুরাদপুর গ্রামের মালেক মিয়ার ছেলে আনছু মিয়া (৩৫) ও ব্রাক্ষণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বার চান্দুরা গ্রামের মফল উদ্দিনের ছেলে মফিজুল ইসলাম (২৮)।

মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, শনিবার সকালে ঢাকা থেকে আসা সিলেটগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারীচালিত রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মফিজুল ইসলাম নামে এক যুবক। হাসপাতালে নেয়ার পথে সামাদ মিয়া এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাণ হারান আনছু মিয়া।

ঘটনার পর ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে যায়। আর ঘাতক ট্রাকটি টাঙ্গাইল থেকে চুরি করা হয়েছে বলে জানান ওসি।

Tag :

Please Share This Post in Your Social Media


মাধবপুরে ট্রাক চাপায় রিকশার যাত্রীসহ নিহত ৩

Update Time : ০২:৪৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২

জেলা প্রতিনিধিঃ

হবিগঞ্জ জেলার মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও দুই আরোহীসহ তিনজন নিহত হয়েছেন।

শনিবার সকালে উপজেলার ফায়ার সার্ভিসের অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার পূর্ব মাধবপুর গ্রামের খালেক মিয়ার ছেলে রিকশাচালক সামাদ মিয়া (৩০), একই উপজেলার মুরাদপুর গ্রামের মালেক মিয়ার ছেলে আনছু মিয়া (৩৫) ও ব্রাক্ষণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বার চান্দুরা গ্রামের মফল উদ্দিনের ছেলে মফিজুল ইসলাম (২৮)।

মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, শনিবার সকালে ঢাকা থেকে আসা সিলেটগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারীচালিত রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মফিজুল ইসলাম নামে এক যুবক। হাসপাতালে নেয়ার পথে সামাদ মিয়া এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাণ হারান আনছু মিয়া।

ঘটনার পর ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে যায়। আর ঘাতক ট্রাকটি টাঙ্গাইল থেকে চুরি করা হয়েছে বলে জানান ওসি।