নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় নিহত-২

  • Update Time : ০২:২৬:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২
  • / 176

মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারী সদর উপজেলার সংগলসী ইউনিয়নের কাজীর হাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ও উত্তরা ইপিজেডের শ্রমিক স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন শ্রমিক । রোববার (১৩ মার্চ) সকাল ৭টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের কাজীরহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন স্বপন কুমার (২৮) ও তার স্ত্রী সুমি রানী (২৩)। এছাড়া আহত হন মোটরসাইকেল চালক সতীশ চন্দ্র (৩০) নামের আরও একজন। হতাহতরা সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের বড়দহ গ্রামের কবিরাজপাড়ার বাসিন্দা। নিহত স্বপন ওই গ্রামের গেরেন চন্দ্র রায়ের ছেলে। তারা উত্তরা ইপিজেডের সনিক কারখানার শ্রমিক ছিলেন।

পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, তিন শ্রমিক মোটরসাইকেলে বাড়ি থেকে কর্মস্থল উত্তরা ইপিজেডে যাচ্ছিলেন। কাজীরহাট বাজারে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে দু’জন ছিটকে ট্রাকের চাকায় পরে। ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী নিহত হন। মোটরসাইকেল চালক গুরুতর আহত হন।

পরে উত্তরা ইপিজেডের ফায়ার সার্ভিসের সদস্যরা ও নীলফামারী সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। নিহত দম্পতিকে থানায় ও আহত সতীশকে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক চালক ট্রাকটিকে নিয়ে পালিয়ে যায়। তাই ট্রাকটি বা চালককে আটক করা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানার ওসি তদন্ত মাহমুদ-উন -নবী। তিনি বিডিসমাচার২৪.কমকে জানান আইনিপ্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media


নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় নিহত-২

Update Time : ০২:২৬:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২

মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারী সদর উপজেলার সংগলসী ইউনিয়নের কাজীর হাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ও উত্তরা ইপিজেডের শ্রমিক স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন শ্রমিক । রোববার (১৩ মার্চ) সকাল ৭টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের কাজীরহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন স্বপন কুমার (২৮) ও তার স্ত্রী সুমি রানী (২৩)। এছাড়া আহত হন মোটরসাইকেল চালক সতীশ চন্দ্র (৩০) নামের আরও একজন। হতাহতরা সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের বড়দহ গ্রামের কবিরাজপাড়ার বাসিন্দা। নিহত স্বপন ওই গ্রামের গেরেন চন্দ্র রায়ের ছেলে। তারা উত্তরা ইপিজেডের সনিক কারখানার শ্রমিক ছিলেন।

পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, তিন শ্রমিক মোটরসাইকেলে বাড়ি থেকে কর্মস্থল উত্তরা ইপিজেডে যাচ্ছিলেন। কাজীরহাট বাজারে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে দু’জন ছিটকে ট্রাকের চাকায় পরে। ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী নিহত হন। মোটরসাইকেল চালক গুরুতর আহত হন।

পরে উত্তরা ইপিজেডের ফায়ার সার্ভিসের সদস্যরা ও নীলফামারী সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। নিহত দম্পতিকে থানায় ও আহত সতীশকে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক চালক ট্রাকটিকে নিয়ে পালিয়ে যায়। তাই ট্রাকটি বা চালককে আটক করা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানার ওসি তদন্ত মাহমুদ-উন -নবী। তিনি বিডিসমাচার২৪.কমকে জানান আইনিপ্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হবে।