দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু

  • Update Time : ০১:০১:৩২ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২
  • / 147

আন্তর্জাতিক ডেস্কঃ

গোকুলপুরীতে আগুন লাগার পরে পুড়ে যাওয়া ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে ক্ষতিগ্রস্থরা | পিটিআই, ছবি-অতুল যাদব

ভারতের রাজধানী দিল্লি শহরের গোকালপুরী নামক স্থানে আকস্মিক অগ্নিকান্ডে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে।

দিল্লির দমকল বিভাগ জানিয়েছে, শুক্রবার মধ্যরাত ১টার দিকে দিল্লির গোকালপুরীতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

দমকল বিভাগের এক কর্মকর্তা বলেছেন, “খবর পেয়ে দমক বাহীনি দ্রুত ১৩টি আগুন নেভানো গাড়ি নিয়ে সেখানে পৌঁছায়। ভোররাত ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ সময় ঘটনাস্থল থেকে সাতটি মরদেহ উদ্ধার করা হয়েছে।”

উত্তর পূর্ব দিল্লি’র অতিরিক্ত ডিসিপি জানিয়েছেন, “মধ্যরাত ১টায় গোকালপুরী পিএস এলাকায় একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্রুত উদ্ধার সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বিভাগ। তাদের সঙ্গে যোগাযোগ করেছি। ভোর ৪টার মধ্যে আগুন নিয়ন্ত্রণ করা গেছে।”

আগুনে গোকালপুরি এলাকার ৬০টি ঝুপড়ি ঘর পুড়ে গেছে বলে গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে।

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি জানিয়েছেন, সকালেই দুঃখজনক খবর শুনেছি। আমি ঘটনাস্থলে যাব এবং ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করবেন।
সূত্র: এনডিটিভি

Tag :

Please Share This Post in Your Social Media


দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু

Update Time : ০১:০১:৩২ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২

আন্তর্জাতিক ডেস্কঃ

গোকুলপুরীতে আগুন লাগার পরে পুড়ে যাওয়া ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে ক্ষতিগ্রস্থরা | পিটিআই, ছবি-অতুল যাদব

ভারতের রাজধানী দিল্লি শহরের গোকালপুরী নামক স্থানে আকস্মিক অগ্নিকান্ডে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে।

দিল্লির দমকল বিভাগ জানিয়েছে, শুক্রবার মধ্যরাত ১টার দিকে দিল্লির গোকালপুরীতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

দমকল বিভাগের এক কর্মকর্তা বলেছেন, “খবর পেয়ে দমক বাহীনি দ্রুত ১৩টি আগুন নেভানো গাড়ি নিয়ে সেখানে পৌঁছায়। ভোররাত ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ সময় ঘটনাস্থল থেকে সাতটি মরদেহ উদ্ধার করা হয়েছে।”

উত্তর পূর্ব দিল্লি’র অতিরিক্ত ডিসিপি জানিয়েছেন, “মধ্যরাত ১টায় গোকালপুরী পিএস এলাকায় একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্রুত উদ্ধার সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বিভাগ। তাদের সঙ্গে যোগাযোগ করেছি। ভোর ৪টার মধ্যে আগুন নিয়ন্ত্রণ করা গেছে।”

আগুনে গোকালপুরি এলাকার ৬০টি ঝুপড়ি ঘর পুড়ে গেছে বলে গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে।

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি জানিয়েছেন, সকালেই দুঃখজনক খবর শুনেছি। আমি ঘটনাস্থলে যাব এবং ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করবেন।
সূত্র: এনডিটিভি