সোমালিয়ায় রেঁস্তোরায় বোমা হামলা, নিহত কমপক্ষে ১৩

  • Update Time : ০৯:৪৭:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
  • / 136

আন্তর্জাতিক ডেস্কঃ 

সোমালিয়ার মধ্যাঞ্চলীয় শহর বেলেদওয়েনে এক আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন অন্ততপক্ষে ১৩ জন। এছাড়াও আহত হয়েছেন প্রায় ২০ জন।

সোমালিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে যুক্তরাজ্যভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, বেলেদওয়েনের একটি রেস্তোরাঁয় স্থানীয় সরকারি কর্মকর্তা এবং রাজনীতিকরা থাকাবস্থায় আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দিয়েছেন।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সকালের দিকে হওয়া ঐ হামলায় আহতদের সরিয়ে নেয়ার কাজে তিনি নিজেই সহায়তা করেছেন।

সোমালিয়ার জাতীয় টেলিভিশন এক টুইটার বার্তায় জানিয়েছে, বেলেদওয়েনে হামলায় নিহতের পাশাপাশি অন্তত ১৮জন আহত হয়েছেন।

স্থানীয়রা আরও জানায়, দেশটির চলমান সংসদ নির্বাচনে বেলেদওয়েন থেকে প্রতিদ্বন্দ্বিতা করা এক প্রার্থীও আত্মঘাতী এই হামলায় নিহত হয়েছেন।

এদিকে মার্কিন সংস্থা সাইট ইনটেলিজেন্সের ভাষ্যমতে, সোমালিয়ার বেলেদওয়েনে শহরের আত্মঘাতী হামলার দায় স্বীকার করে নিয়েছে জঙ্গিগোষ্ঠী আল-শাবাব।

আল-শাবাবের প্রায়ই সোমালিয়ার সরকারি স্থাপনা এবং বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালানোর নজির রয়েছে। বিগত দুই সপ্তাহেই অন্তত দুইবার সোমালিয়ায় হাওম্লা চালিয়েছে সংগঠনটি।

সোমালিয়ার পুলিশ ও স্থানীয় সরকারি কর্মকর্তা আত্মঘাতী বোমা হামলার বিষয়টি নিশ্চিত করলেও হতাহতের সঠিক সংখ্যা জানাতে পারেনি।

Tag :

Please Share This Post in Your Social Media


সোমালিয়ায় রেঁস্তোরায় বোমা হামলা, নিহত কমপক্ষে ১৩

Update Time : ০৯:৪৭:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২

আন্তর্জাতিক ডেস্কঃ 

সোমালিয়ার মধ্যাঞ্চলীয় শহর বেলেদওয়েনে এক আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন অন্ততপক্ষে ১৩ জন। এছাড়াও আহত হয়েছেন প্রায় ২০ জন।

সোমালিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে যুক্তরাজ্যভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, বেলেদওয়েনের একটি রেস্তোরাঁয় স্থানীয় সরকারি কর্মকর্তা এবং রাজনীতিকরা থাকাবস্থায় আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দিয়েছেন।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সকালের দিকে হওয়া ঐ হামলায় আহতদের সরিয়ে নেয়ার কাজে তিনি নিজেই সহায়তা করেছেন।

সোমালিয়ার জাতীয় টেলিভিশন এক টুইটার বার্তায় জানিয়েছে, বেলেদওয়েনে হামলায় নিহতের পাশাপাশি অন্তত ১৮জন আহত হয়েছেন।

স্থানীয়রা আরও জানায়, দেশটির চলমান সংসদ নির্বাচনে বেলেদওয়েন থেকে প্রতিদ্বন্দ্বিতা করা এক প্রার্থীও আত্মঘাতী এই হামলায় নিহত হয়েছেন।

এদিকে মার্কিন সংস্থা সাইট ইনটেলিজেন্সের ভাষ্যমতে, সোমালিয়ার বেলেদওয়েনে শহরের আত্মঘাতী হামলার দায় স্বীকার করে নিয়েছে জঙ্গিগোষ্ঠী আল-শাবাব।

আল-শাবাবের প্রায়ই সোমালিয়ার সরকারি স্থাপনা এবং বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালানোর নজির রয়েছে। বিগত দুই সপ্তাহেই অন্তত দুইবার সোমালিয়ায় হাওম্লা চালিয়েছে সংগঠনটি।

সোমালিয়ার পুলিশ ও স্থানীয় সরকারি কর্মকর্তা আত্মঘাতী বোমা হামলার বিষয়টি নিশ্চিত করলেও হতাহতের সঠিক সংখ্যা জানাতে পারেনি।