উত্তোলন বাড়াবে ওপেক

  • Update Time : ০৩:৩৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২
  • / 141

আন্তর্জাতিক ডেস্কঃ

চলতি মাসেও সীমিত আকারে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন নীতিতে অটল রয়েছে ওপেক প্লাস। সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে জোটটি। জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর জোটটি তাদের বিদ্যমান লক্ষ্যমাত্রা অর্জনে নিয়মিতভাবে ব্যর্থ হচ্ছে। এছাড়া সীমিত উত্তোলনের কারণে শীর্ষ ব্যবহারকারী দেশগুলোয়ও সরবরাহ বাড়ানো যাচ্ছে না। ফলে ক্রমেই বাড়ছে জ্বালানি পণ্যটির দাম। খবর রয়টার্স।

ওপেকের মিত্র দেশগুলো নিয়ে গঠিত জোটটি ওপেক প্লাস নামে পরিচিত। বৈশ্বিক জ্বালানি তেল সরবরাহের ৪০ শতাংশই উত্তোলন করে রাশিয়ার নেতৃত্বাধীন এ জোট। মহামারীর কারণে সৃষ্ট সরবরাহ সংকট কাটাতে যুক্তরাষ্ট্র, ভারত ও বেশ কয়েকটি দেশ জোটটিকে উত্তোলন বাড়ানো আহ্বান জানায়। কিন্তু এসব আহ্বান প্রত্যাখ্যান করে বিদ্যমান নীতিতেই অটল রয়েছে জোটটি।

বর্তমানে ওপেক প্লাস প্রতি মাসে দৈনিক চার লাখ ব্যারেল উত্তোলন বাড়ানোর নীতি অনুসরণ করছে। জোটটি দাম বাড়ার পেছনে ব্যবহারকারী দেশগুলোকে দায়ী করছে। সংশ্লিষ্টদের দাবি, পরিচ্ছন্ন জ্বালানিতে স্থানান্তরের কারণে শীর্ষ ব্যবহারকারী দেশগুলো জীবাশ্ম জ্বালানি খাতে বিনিয়োগ কমিয়ে দিয়েছে।

ওপেক প্লাসের আরো কয়েকটি সূত্র জানায়, ইউক্রেনকে নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা জ্বালানি তেলের দামকে আরো বাড়িয়ে তুলছে। ওয়াশিংটনের অভিযোগ, মস্কো ইউক্রেন দখলের পরিকল্পনা করছে। যদিও এ অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।

Tag :

Please Share This Post in Your Social Media


উত্তোলন বাড়াবে ওপেক

Update Time : ০৩:৩৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২

আন্তর্জাতিক ডেস্কঃ

চলতি মাসেও সীমিত আকারে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন নীতিতে অটল রয়েছে ওপেক প্লাস। সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে জোটটি। জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর জোটটি তাদের বিদ্যমান লক্ষ্যমাত্রা অর্জনে নিয়মিতভাবে ব্যর্থ হচ্ছে। এছাড়া সীমিত উত্তোলনের কারণে শীর্ষ ব্যবহারকারী দেশগুলোয়ও সরবরাহ বাড়ানো যাচ্ছে না। ফলে ক্রমেই বাড়ছে জ্বালানি পণ্যটির দাম। খবর রয়টার্স।

ওপেকের মিত্র দেশগুলো নিয়ে গঠিত জোটটি ওপেক প্লাস নামে পরিচিত। বৈশ্বিক জ্বালানি তেল সরবরাহের ৪০ শতাংশই উত্তোলন করে রাশিয়ার নেতৃত্বাধীন এ জোট। মহামারীর কারণে সৃষ্ট সরবরাহ সংকট কাটাতে যুক্তরাষ্ট্র, ভারত ও বেশ কয়েকটি দেশ জোটটিকে উত্তোলন বাড়ানো আহ্বান জানায়। কিন্তু এসব আহ্বান প্রত্যাখ্যান করে বিদ্যমান নীতিতেই অটল রয়েছে জোটটি।

বর্তমানে ওপেক প্লাস প্রতি মাসে দৈনিক চার লাখ ব্যারেল উত্তোলন বাড়ানোর নীতি অনুসরণ করছে। জোটটি দাম বাড়ার পেছনে ব্যবহারকারী দেশগুলোকে দায়ী করছে। সংশ্লিষ্টদের দাবি, পরিচ্ছন্ন জ্বালানিতে স্থানান্তরের কারণে শীর্ষ ব্যবহারকারী দেশগুলো জীবাশ্ম জ্বালানি খাতে বিনিয়োগ কমিয়ে দিয়েছে।

ওপেক প্লাসের আরো কয়েকটি সূত্র জানায়, ইউক্রেনকে নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা জ্বালানি তেলের দামকে আরো বাড়িয়ে তুলছে। ওয়াশিংটনের অভিযোগ, মস্কো ইউক্রেন দখলের পরিকল্পনা করছে। যদিও এ অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।