পোশাক শিল্পের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি সহায়তা জরুরি: বিজিএমইএ সভাপতি

  • Update Time : ০৪:৩৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
  • / 162

নিজস্ব প্রতিবেদকঃ 

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উদীয়মান সুযোগগুলোকে কাজে লাগাতে সরকারি সহায়তা জরুরি বলে মনে করেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। তার মতে, এ শিল্পের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে সরকারের সহায়তা সহযোগী ভূমিকা পালন করতে পারে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সঙ্গে এক বৈঠকে আলাপকালে গতকাল এমন মত প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত ওই বৈঠককালে মুখ্য সচিবের কাছে দেড় কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করেন বিজিএমইএ সভাপতি। কভিড মহামারীর কারণে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য প্রধানমন্ত্রীর তহবিলে এ অনুদান দিয়েছে সংগঠনটি। এ সময় বিজিএমইএর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহসভাপতি শহিদউল্লাহ আজিম ও মিরান আলী এবং পরিচালক আসিফ আশরাফ উপস্থিত ছিলেন।

মুখ্য সচিবের সঙ্গে বৈঠককালে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের চ্যালেঞ্জ মোকাবেলা এবং সম্ভাবনা ও সুযোগ কাজে লাগানোর কৌশলগুলো নিয়ে আলোচনা করেন বিজিএমইএ নেতারা।

Tag :

Please Share This Post in Your Social Media


পোশাক শিল্পের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি সহায়তা জরুরি: বিজিএমইএ সভাপতি

Update Time : ০৪:৩৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ 

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উদীয়মান সুযোগগুলোকে কাজে লাগাতে সরকারি সহায়তা জরুরি বলে মনে করেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। তার মতে, এ শিল্পের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে সরকারের সহায়তা সহযোগী ভূমিকা পালন করতে পারে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সঙ্গে এক বৈঠকে আলাপকালে গতকাল এমন মত প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত ওই বৈঠককালে মুখ্য সচিবের কাছে দেড় কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করেন বিজিএমইএ সভাপতি। কভিড মহামারীর কারণে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য প্রধানমন্ত্রীর তহবিলে এ অনুদান দিয়েছে সংগঠনটি। এ সময় বিজিএমইএর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহসভাপতি শহিদউল্লাহ আজিম ও মিরান আলী এবং পরিচালক আসিফ আশরাফ উপস্থিত ছিলেন।

মুখ্য সচিবের সঙ্গে বৈঠককালে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের চ্যালেঞ্জ মোকাবেলা এবং সম্ভাবনা ও সুযোগ কাজে লাগানোর কৌশলগুলো নিয়ে আলোচনা করেন বিজিএমইএ নেতারা।