সূচকের মিশ্র প্রবণতায় ডিএসইতে লেনদেন কমেছে

  • Update Time : ০২:২৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
  • / 152

নিজস্ব প্রতিবেদক:

চলতি সপ্তাহে প্রথম দুই কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের টানা পতনের পর গতকাল তৃতীয় কার্যদিবসে সূচকের মিশ্র প্রবণতা দেখা গেছে। তবে আগের দুই কার্যদিবসের মতো লেনদেনে পতন অব্যাহত রয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১৩ দশমিক ২১ পয়েন্ট বা শূন্য দশমিক ১৮ শতাংশ বেড়ে সাত হাজার ৩২ দশমিক ৫৭ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক শূন্য দশমিক ৩৯ পয়েন্ট বা শূন্য দশমিক ০২ শতাংশ কমে এক হাজার ৫০৪ দশমিক ৬১ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক শূন্য দশমিক ৯৩ পয়েন্ট বা শূন্য দশমিক ০৩ শতাংশ কমে দুই হাজার ৬১৩ দশমিক ৩৩ পয়েন্টে স্থির হয়।

ডিএসইতে এদিন মোট ৩৭৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। দর বেড়েছে ১৬৪টির এবং কমেছে ১৬২টির। বাকি ৫৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় এক হাজার ১১৭ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ২১৪ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে গতকাল লেনদেন কমেছে ৯৭ কোটি ২০ লাখ টাকা।

ডিএসইতে এদিন ২১ কোটি ৬৪ লাখ ৭ হাজার ২৬১টি শেয়ার এক লাখ ৯৪ হাজার ১৭৫ বার হাতবদল হয়। গতকাল লেনদেনের শুরুতে কিছুটা উত্থানের চিত্র দেখা গেলেও এক ঘণ্টা পর থেকে শেষ পর্যন্ত পতনের চিত্র দেখা গেছে।

ডিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির ৮৬ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর এক টাকা ৫০ পয়সা বেড়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের ৪৭ কোটি ৬৭ লাখ টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর এক টাকা ৭০ পয়সা বেড়েছে। এছাড়া লেনদেনের শীর্ষ ১০-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফরচুন শুজ লিমিটেডের ৩৬ কোটি ৩৪ লাখ, স্কয়ার টেক্সটাইল লিমিটেডের ৩৪ কোটি ৩১ লাখ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেডের ২৫ কোটি ১৩ লাখ, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের ২৪ কোটি ৭৬ লাখ, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ২২ কোটি ৫৬ লাখ, এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ২১ কোটি ৮১ লাখ টাকা, এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের ২০ কোটি ১৪ লাখ এবং এসিআই লিমিটেডের ১৯ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিকে ১০ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে বিডি থাই ফুড লিমিটেড। এর পরের অবস্থানে থাকা স্কয়ার টেক্সটাইল লিমিটেডের ১০ শতাংশ, মতিন স্পিনিং লিমিটেডের ৯ দশমিক ৯০ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৮৪ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইল লিমিটেডের ৯ দশমিক ৭৫ শতাংশ, মালেক স্পিনিং লিমিটেডের ৯ দশমিক ৭২ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্ট লিমিটেডের ৮ দশমিক ৭১ শতাংশ, ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের ৭ দশমিক ৪০ শতাংশ, হাদিম ফেব্রিকস লিমিটেডের ৭ দশমিক ৩৪ শতাংশ এবং বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ৭ দশমিক ২৬ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৫০ দশমিক ২৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৪০ শতাংশ বেড়ে ১২ হাজার ৩৯৬ দশমিক ৭৮ পয়েন্ট এবং সার্বিক সূচক সিএএসপিআই ৮৩ দশমিক ৫৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৪০ শতাংশ বেড়ে ২০ হাজার ৬৩৫ দশমিক ৯৬ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ২৯৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ১৪৬টির, কমেছে ১১৮টির এবং ৩১টির দর অপরিবর্তিত ছিল। গতকাল সিএসইতে লেনদেন হয় ২৫ কোটি ৯৩ লাখ টাকার আর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৮ কোটি ৫৩ লাখ টাকার।

Tag :

Please Share This Post in Your Social Media


সূচকের মিশ্র প্রবণতায় ডিএসইতে লেনদেন কমেছে

Update Time : ০২:২৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক:

চলতি সপ্তাহে প্রথম দুই কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের টানা পতনের পর গতকাল তৃতীয় কার্যদিবসে সূচকের মিশ্র প্রবণতা দেখা গেছে। তবে আগের দুই কার্যদিবসের মতো লেনদেনে পতন অব্যাহত রয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১৩ দশমিক ২১ পয়েন্ট বা শূন্য দশমিক ১৮ শতাংশ বেড়ে সাত হাজার ৩২ দশমিক ৫৭ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক শূন্য দশমিক ৩৯ পয়েন্ট বা শূন্য দশমিক ০২ শতাংশ কমে এক হাজার ৫০৪ দশমিক ৬১ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক শূন্য দশমিক ৯৩ পয়েন্ট বা শূন্য দশমিক ০৩ শতাংশ কমে দুই হাজার ৬১৩ দশমিক ৩৩ পয়েন্টে স্থির হয়।

ডিএসইতে এদিন মোট ৩৭৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। দর বেড়েছে ১৬৪টির এবং কমেছে ১৬২টির। বাকি ৫৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় এক হাজার ১১৭ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ২১৪ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে গতকাল লেনদেন কমেছে ৯৭ কোটি ২০ লাখ টাকা।

ডিএসইতে এদিন ২১ কোটি ৬৪ লাখ ৭ হাজার ২৬১টি শেয়ার এক লাখ ৯৪ হাজার ১৭৫ বার হাতবদল হয়। গতকাল লেনদেনের শুরুতে কিছুটা উত্থানের চিত্র দেখা গেলেও এক ঘণ্টা পর থেকে শেষ পর্যন্ত পতনের চিত্র দেখা গেছে।

ডিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির ৮৬ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর এক টাকা ৫০ পয়সা বেড়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের ৪৭ কোটি ৬৭ লাখ টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর এক টাকা ৭০ পয়সা বেড়েছে। এছাড়া লেনদেনের শীর্ষ ১০-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফরচুন শুজ লিমিটেডের ৩৬ কোটি ৩৪ লাখ, স্কয়ার টেক্সটাইল লিমিটেডের ৩৪ কোটি ৩১ লাখ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেডের ২৫ কোটি ১৩ লাখ, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের ২৪ কোটি ৭৬ লাখ, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ২২ কোটি ৫৬ লাখ, এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ২১ কোটি ৮১ লাখ টাকা, এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের ২০ কোটি ১৪ লাখ এবং এসিআই লিমিটেডের ১৯ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিকে ১০ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে বিডি থাই ফুড লিমিটেড। এর পরের অবস্থানে থাকা স্কয়ার টেক্সটাইল লিমিটেডের ১০ শতাংশ, মতিন স্পিনিং লিমিটেডের ৯ দশমিক ৯০ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৮৪ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইল লিমিটেডের ৯ দশমিক ৭৫ শতাংশ, মালেক স্পিনিং লিমিটেডের ৯ দশমিক ৭২ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্ট লিমিটেডের ৮ দশমিক ৭১ শতাংশ, ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের ৭ দশমিক ৪০ শতাংশ, হাদিম ফেব্রিকস লিমিটেডের ৭ দশমিক ৩৪ শতাংশ এবং বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ৭ দশমিক ২৬ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৫০ দশমিক ২৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৪০ শতাংশ বেড়ে ১২ হাজার ৩৯৬ দশমিক ৭৮ পয়েন্ট এবং সার্বিক সূচক সিএএসপিআই ৮৩ দশমিক ৫৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৪০ শতাংশ বেড়ে ২০ হাজার ৬৩৫ দশমিক ৯৬ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ২৯৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ১৪৬টির, কমেছে ১১৮টির এবং ৩১টির দর অপরিবর্তিত ছিল। গতকাল সিএসইতে লেনদেন হয় ২৫ কোটি ৯৩ লাখ টাকার আর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৮ কোটি ৫৩ লাখ টাকার।