লতা মঙ্গেশকর আইসিইউতে
- Update Time : ০৩:১২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২
- / 151
বিনোদন ডেস্কঃ
উপমহাদেশের সাড়াজাগানো সংগীতশিল্পী লতা মঙ্গেশকর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন লতা মঙ্গেশকরের পরিবারের সদস্য রচনা। ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এএনআইকে তিনি জানান, লতা মঙ্গেশকরের অবস্থা স্থিতিশীল। সতর্কতার অংশ হিসেবে তাকে আইসিইউতে রাখা হয়েছে। তার শরীরে করোনার মৃদু উপসর্গ দেখা দিয়েছে। খবর পিঙ্ক ভিলার।
টুইটে রচনা আরও লেখেন, লতা মঙ্গেশকর ভালো আছেন। বয়স বিবেচনায় তাকে আইসিইউতে রাখা হয়েছে। দিদির জন্য সবাই প্রার্থনা করবেন।
ভারতীয় সংগীতের এই জীবন্ত কিংবদন্তি ১৯২৯ সালে ভারতের ইন্দোরে জন্মগ্রহণ করেন। কিন্তু তার সংগীত ভারত ছাপিয়ে তাকে পৌঁছে দিয়েছে বিশ্বসংগীতের দরবারে। সাত দশক ধরে তিনি সংগীতাঙ্গনে বিচরণ করে আসছেন।
লতা মঙ্গেশকর ক্যারিয়ার শুরু করেন ১৯৪২ সালে, মারাঠি গান গেয়ে। তিনি ৩৬ ভাষায় প্রায় সাড়ে সাত হাজার গান গেয়েছেন। এর মধ্যে আছে বাংলাও।