বিশ্ববাজারে তীব্র হচ্ছে জ্বালানি সরবরাহ সংকট

  • Update Time : ০১:১৮:১৫ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২
  • / 153

আন্তর্জাতিক ডেস্কঃ

বিশ্বজুড়ে বিদ্যুৎ উৎপাদনে সবচেয়ে বেশি ব্যবহার হয় কয়লা। চলতি বছর জ্বালানি পণ্যটির চাহিদা রেকর্ড উচ্চতায় পৌঁছার পূর্বাভাস দিয়েছিল ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি। কিন্তু সম্প্রতি ইন্দোনেশিয়া কয়লা রফতানি বন্ধ ঘোষণা করায় আন্তর্জাতিক বাজারে পণ্যটির সরবরাহ সংকট আরো প্রকট আকার ধারণ করতে পারে। ফলে নতুন করে অস্থিতিশীল হয়ে উঠতে পারে বাজার।

ইন্দোনেশিয়া বিশ্বের শীর্ষ তাপীয় কয়লা রফতানিকারক। অভ্যন্তরীণ বিদ্যুৎকেন্দ্রগুলোয় কয়লা সরবরাহ আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় চলতি সপ্তাহে জানুয়ারির জন্য জ্বালানি পণ্যটির রফতানি বন্ধ ঘোষণা করে দেশটির সরকার। এতে বড় ধরনের ধাক্কা লাগে আন্তর্জাতিক জ্বালানি পণ্যের বাজারে।

ইন্দোনেশিয়ার জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য বলছে, দেশটির মোট জ্বালানি চাহিদার ৬০ শতাংশই পূরণ করে কয়লা। চলতি বছরের শুরুতে রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে (পিএলএন) মাত্র ৩৫ হাজার টন কয়লা সরবরাহ করেছেন উত্তোলকরা। ৫ জানুয়ারি পর্যন্ত পিএলএন ১ কোটি ৩৯ লাখ টন কয়লা সরবরাহ নিশ্চিত করে। কিন্তু অন্তত ২০ দিন চলার জন্য দেশটিকে আরো ৬০ লাখ টন কয়লা সরবরাহ নিশ্চিত করতে হবে।

Tag :

Please Share This Post in Your Social Media


বিশ্ববাজারে তীব্র হচ্ছে জ্বালানি সরবরাহ সংকট

Update Time : ০১:১৮:১৫ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২

আন্তর্জাতিক ডেস্কঃ

বিশ্বজুড়ে বিদ্যুৎ উৎপাদনে সবচেয়ে বেশি ব্যবহার হয় কয়লা। চলতি বছর জ্বালানি পণ্যটির চাহিদা রেকর্ড উচ্চতায় পৌঁছার পূর্বাভাস দিয়েছিল ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি। কিন্তু সম্প্রতি ইন্দোনেশিয়া কয়লা রফতানি বন্ধ ঘোষণা করায় আন্তর্জাতিক বাজারে পণ্যটির সরবরাহ সংকট আরো প্রকট আকার ধারণ করতে পারে। ফলে নতুন করে অস্থিতিশীল হয়ে উঠতে পারে বাজার।

ইন্দোনেশিয়া বিশ্বের শীর্ষ তাপীয় কয়লা রফতানিকারক। অভ্যন্তরীণ বিদ্যুৎকেন্দ্রগুলোয় কয়লা সরবরাহ আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় চলতি সপ্তাহে জানুয়ারির জন্য জ্বালানি পণ্যটির রফতানি বন্ধ ঘোষণা করে দেশটির সরকার। এতে বড় ধরনের ধাক্কা লাগে আন্তর্জাতিক জ্বালানি পণ্যের বাজারে।

ইন্দোনেশিয়ার জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য বলছে, দেশটির মোট জ্বালানি চাহিদার ৬০ শতাংশই পূরণ করে কয়লা। চলতি বছরের শুরুতে রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে (পিএলএন) মাত্র ৩৫ হাজার টন কয়লা সরবরাহ করেছেন উত্তোলকরা। ৫ জানুয়ারি পর্যন্ত পিএলএন ১ কোটি ৩৯ লাখ টন কয়লা সরবরাহ নিশ্চিত করে। কিন্তু অন্তত ২০ দিন চলার জন্য দেশটিকে আরো ৬০ লাখ টন কয়লা সরবরাহ নিশ্চিত করতে হবে।