পদত্যাগ করলেন সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লা

  • Update Time : ১১:০১:০০ পূর্বাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২
  • / 189

আন্তর্জাতিক ডেস্কঃ 

দেশজুড়ে ব্যাপক প্রতিবাদের মুখে পদত্যাগ করলেন সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদক। রোববার রাতে এক টেলিভিশন ভাষনে পদত্যাগের ঘোষণা দেন হামদক। এ খবর দিয়েছে বিবিসি।

টেলিভিশনে দেয়া ভাষণে হামদক বলেন, সুদান একটি বিপজ্জনক মোড়ে আছে যা এর সম্পূর্ণ অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে। দেশকে ‘বিপর্যয়ে পড়া’ থেকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছেন জানিয়ে তিনি বলেন, যা কিছু করা হয়েছে তার সবকিছু ঐকমত্যে পৌঁছানোর জন্য করা সত্ত্বেও সেটি হয়নি। আমি এই দায়িত্ব ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং প্রধানমন্ত্রী হিসেবে আমার পদত্যাগ ঘোষণা করছি আর অন্য কোনো পুরুষ বা নারীকে এই মহান দেশকে ক্রান্তিকালীন সময় পার করে বেসামরিক গণতান্ত্রিক দেশে উত্তরণে সাহায্য করার সুযোগ দিচ্ছি।

অক্টোবরে সেনাবাহিনী ক্ষমতা দখল করে প্রধানমন্ত্রী হামদককে গৃহবন্দি করেছিল, কিন্তু অভ্যুত্থানের নেতাদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির একটি চুক্তি করে নভেম্বরে পদ ফিরে পেয়েছিলেন তিনি। অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীরা ওই চুক্তি প্রত্যাখ্যান করে পুরোপুরি বেসামরিক রাজনৈতিক শাসনের দাবিতে প্রতিবাদ অব্যাহত রাখে।।

Tag :

Please Share This Post in Your Social Media


পদত্যাগ করলেন সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লা

Update Time : ১১:০১:০০ পূর্বাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২

আন্তর্জাতিক ডেস্কঃ 

দেশজুড়ে ব্যাপক প্রতিবাদের মুখে পদত্যাগ করলেন সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদক। রোববার রাতে এক টেলিভিশন ভাষনে পদত্যাগের ঘোষণা দেন হামদক। এ খবর দিয়েছে বিবিসি।

টেলিভিশনে দেয়া ভাষণে হামদক বলেন, সুদান একটি বিপজ্জনক মোড়ে আছে যা এর সম্পূর্ণ অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে। দেশকে ‘বিপর্যয়ে পড়া’ থেকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছেন জানিয়ে তিনি বলেন, যা কিছু করা হয়েছে তার সবকিছু ঐকমত্যে পৌঁছানোর জন্য করা সত্ত্বেও সেটি হয়নি। আমি এই দায়িত্ব ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং প্রধানমন্ত্রী হিসেবে আমার পদত্যাগ ঘোষণা করছি আর অন্য কোনো পুরুষ বা নারীকে এই মহান দেশকে ক্রান্তিকালীন সময় পার করে বেসামরিক গণতান্ত্রিক দেশে উত্তরণে সাহায্য করার সুযোগ দিচ্ছি।

অক্টোবরে সেনাবাহিনী ক্ষমতা দখল করে প্রধানমন্ত্রী হামদককে গৃহবন্দি করেছিল, কিন্তু অভ্যুত্থানের নেতাদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির একটি চুক্তি করে নভেম্বরে পদ ফিরে পেয়েছিলেন তিনি। অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীরা ওই চুক্তি প্রত্যাখ্যান করে পুরোপুরি বেসামরিক রাজনৈতিক শাসনের দাবিতে প্রতিবাদ অব্যাহত রাখে।।