যুক্তরাষ্ট্রের বাজার থেকে প্রায় পাঁচ লাখ গাড়ি তুলে নেবে টেসলা

  • Update Time : ০৬:৫৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২
  • / 156

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের বাজার থেকে ৪ লাখ ৭৫ হাজার ইউনিট গাড়ি তুলে নেবে টেসলা। রিয়ারভিউ ক্যামেরা ও সামনের ট্রাঙ্ক বা হুডের সমস্যার কারণে মডেল থ্রি ও মডেল এস গাড়িগুলো তুলে নেবে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা সংস্থাটি। এ সমস্যাগুলো দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয় বলে জানিয়েছে মার্কিন সড়ক নিরাপত্তা নিয়ন্ত্রক। খবর রয়টার্স।

ন্যাশনাল হাইওয়ে ট্র্যাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন (এনএইচটিএসএ) ড্রাইভার অ্যাসিস্টেন্ট সিস্টেমের তদন্ত করার সময় সংস্থাটির আরেকটি ক্যামেরা সমস্যা খুঁজে পায়। ২০১৪-২১ মডেল পর্যন্ত গাড়িগুলো এ সিদ্ধান্তের আওতায় পড়েছে।

এনএইচটিএসএ জানিয়েছে, রিয়ারভিউ ক্যামেরায় সমস্যার কারণে টেসলা ৩ লাখ ৫৬ হাজার ৩০৯ ইউনিট গাড়ি তুলে নেবে। ২০১৭-২১ সালের মডেল থ্রি গাড়িগুলো এ সিদ্ধান্তের আওতায় পড়বে। পাশাপাশি সামনের হুড সমস্যার কারণে ১ লাখ ১৯ হাজার ৯ ইউনিট মডেল এস গাড়ি তুলে নেবে সংস্থাটি।

বিষয়টি নিয়ে নির্মাতা সংস্থাটি বলেছে, এ ধরনের সমস্যার কারণে এখন পর্যন্ত কোন দুর্ঘটনা, আঘাত বা মৃত্যুর খবর পাওয়া যায়নি।

Tag :

Please Share This Post in Your Social Media


যুক্তরাষ্ট্রের বাজার থেকে প্রায় পাঁচ লাখ গাড়ি তুলে নেবে টেসলা

Update Time : ০৬:৫৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের বাজার থেকে ৪ লাখ ৭৫ হাজার ইউনিট গাড়ি তুলে নেবে টেসলা। রিয়ারভিউ ক্যামেরা ও সামনের ট্রাঙ্ক বা হুডের সমস্যার কারণে মডেল থ্রি ও মডেল এস গাড়িগুলো তুলে নেবে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা সংস্থাটি। এ সমস্যাগুলো দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয় বলে জানিয়েছে মার্কিন সড়ক নিরাপত্তা নিয়ন্ত্রক। খবর রয়টার্স।

ন্যাশনাল হাইওয়ে ট্র্যাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন (এনএইচটিএসএ) ড্রাইভার অ্যাসিস্টেন্ট সিস্টেমের তদন্ত করার সময় সংস্থাটির আরেকটি ক্যামেরা সমস্যা খুঁজে পায়। ২০১৪-২১ মডেল পর্যন্ত গাড়িগুলো এ সিদ্ধান্তের আওতায় পড়েছে।

এনএইচটিএসএ জানিয়েছে, রিয়ারভিউ ক্যামেরায় সমস্যার কারণে টেসলা ৩ লাখ ৫৬ হাজার ৩০৯ ইউনিট গাড়ি তুলে নেবে। ২০১৭-২১ সালের মডেল থ্রি গাড়িগুলো এ সিদ্ধান্তের আওতায় পড়বে। পাশাপাশি সামনের হুড সমস্যার কারণে ১ লাখ ১৯ হাজার ৯ ইউনিট মডেল এস গাড়ি তুলে নেবে সংস্থাটি।

বিষয়টি নিয়ে নির্মাতা সংস্থাটি বলেছে, এ ধরনের সমস্যার কারণে এখন পর্যন্ত কোন দুর্ঘটনা, আঘাত বা মৃত্যুর খবর পাওয়া যায়নি।