মাইক্রোসফট এজ ব্রাউজারে নতুন গেমস প্যানেল

  • Update Time : ০৩:৫৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১
  • / 173

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ

ক্রোমিয়াম ব্যবহারের মাধ্যমে এজ ব্রাউজার পুনর্গঠনে মাইক্রোসফটের উদ্যোগ সাফল্যের মুখ দেখতে শুরু করেছে। ধীরে ধীরে এ ব্রাউজারের বাজার বাড়ছে। ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার হিসেবে এবার গেমস প্যানেল যুক্ত করতে যাচ্ছে সফটওয়্যার জায়ান্টটি। খবর গ্যাজেটস নাউ।

নিউউইনের এক প্রতিবেদনে বলা হয়, সুপরিচিত টিপস্টার লিওপেভা৬৪ এজ ক্যানারির সর্বশেষ সংস্করণে নতুন গেমস প্যানেলটির সন্ধান পান। বর্তমানে কিছু ব্যবহারকারীর জন্য ফিচারটি চালু থাকলেও প্রাথমিকভাবে এটি নিষ্ক্রিয় আছে। ব্রাউজারের সেটিংস থেকে অ্যাপিয়ারেন্সে প্রবেশ করে গেমস বাটন ক্লিক করে অপশনটি চালু করতে হবে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, ফিচারটি চালুর পর ব্যবহারকারীরা অমনিবারে একটি গেমস বাটন দেখতে পাবেন। বাটনটিতে চাপ দেয়ার পর ব্রাউজার উইন্ডোর ডান পাশে একটি প্যানেল চালু হবে। প্যানেলে আরকেড, বোর্ড অ্যান্ড কার্ড, পাজল, স্পোর্টস, ক্যাজুয়ালসহ বিভিন্ন ক্যাটাগরির এইচটিএমএল৫ গেমস দেখা যাবে। কোনো ফাইল বা অ্যাপ ডাউনলোড করা ছাড়াই ব্রাউজারে গেমস খেলা যাবে। তবে এজন্য অ্যাকটিভ ইন্টারনেট কানেকশন লাগবে। গেমস প্যানেলের পাশাপাশি ওয়েব ক্যাপচার টুল নামে আরেকটি ফিচার নিয়ে কাজ করছে মাইক্রোসফট।

Tag :

Please Share This Post in Your Social Media


মাইক্রোসফট এজ ব্রাউজারে নতুন গেমস প্যানেল

Update Time : ০৩:৫৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ

ক্রোমিয়াম ব্যবহারের মাধ্যমে এজ ব্রাউজার পুনর্গঠনে মাইক্রোসফটের উদ্যোগ সাফল্যের মুখ দেখতে শুরু করেছে। ধীরে ধীরে এ ব্রাউজারের বাজার বাড়ছে। ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার হিসেবে এবার গেমস প্যানেল যুক্ত করতে যাচ্ছে সফটওয়্যার জায়ান্টটি। খবর গ্যাজেটস নাউ।

নিউউইনের এক প্রতিবেদনে বলা হয়, সুপরিচিত টিপস্টার লিওপেভা৬৪ এজ ক্যানারির সর্বশেষ সংস্করণে নতুন গেমস প্যানেলটির সন্ধান পান। বর্তমানে কিছু ব্যবহারকারীর জন্য ফিচারটি চালু থাকলেও প্রাথমিকভাবে এটি নিষ্ক্রিয় আছে। ব্রাউজারের সেটিংস থেকে অ্যাপিয়ারেন্সে প্রবেশ করে গেমস বাটন ক্লিক করে অপশনটি চালু করতে হবে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, ফিচারটি চালুর পর ব্যবহারকারীরা অমনিবারে একটি গেমস বাটন দেখতে পাবেন। বাটনটিতে চাপ দেয়ার পর ব্রাউজার উইন্ডোর ডান পাশে একটি প্যানেল চালু হবে। প্যানেলে আরকেড, বোর্ড অ্যান্ড কার্ড, পাজল, স্পোর্টস, ক্যাজুয়ালসহ বিভিন্ন ক্যাটাগরির এইচটিএমএল৫ গেমস দেখা যাবে। কোনো ফাইল বা অ্যাপ ডাউনলোড করা ছাড়াই ব্রাউজারে গেমস খেলা যাবে। তবে এজন্য অ্যাকটিভ ইন্টারনেট কানেকশন লাগবে। গেমস প্যানেলের পাশাপাশি ওয়েব ক্যাপচার টুল নামে আরেকটি ফিচার নিয়ে কাজ করছে মাইক্রোসফট।