করোনায় পণ্ড ম্যাচ, সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

  • Update Time : ০৪:৪১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
  • / 139

স্পোর্টস ডেস্কঃ

বাংলাদেশের সেমিফাইনাল খেলা নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। এবার নিশ্চিত হলো প্রতিপক্ষ। করোনার কারণে বাতিল হয়ে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচ। নেট রান রেটে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়া কাপের সেমিফাইনালে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই পর্বে টাইগার যুবাদের প্রতিপক্ষ ভারত।

করোনাভাইরাসের কারণে পরিত্যক্ত হয়ে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বনাম শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের ম্যাচটি। যুব এশিয়া কাপের ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে লঙ্কানদের মুখোমুখি হয়েছিল রাকিবুল হাসানের দল। এই ম্যাচের দায়িত্বরত এক আম্পায়ার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতে দলের সঙ্গে থাকা বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কাউসার বললেন, ‘মাঠের একজন আম্পায়ার কোভিড পজিটিভ হন। আর এ কারণেই ম্যাচটি পরিত্যক্ত হয়। রান রেটে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই ৩০ ডিসেম্বর শারজাহতে সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।’

ম্যাচটি বাতিল হওয়ায় হলেও বাংলাদেশের সেমিফাইনালে ওঠায় কোনো প্রভাব পড়ছে না। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে খেলতে যাচ্ছে যুব টাইগাররা। ৩০ ডিসেম্বর শারজায় হবে সেমিফাইনাল ম্যাচটি। প্রতিপক্ষ ভারত অনূর্ধ্ব-১৯ দল।

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে এ ম্যাচ স্থগিত হওয়ার আগে টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ অনূর্ধ্ব১-৯ দল। আগে ব্যাটিং করে ৩২.৪ ওভারে ৪ উইকেটে ১৩০ রান করে। এর আগে কুয়েতের বিপক্ষে ২২৭ ও নেপালের বিপক্ষে ১৫৪ রানে জিতেছিল তারা।

Tag :

Please Share This Post in Your Social Media


করোনায় পণ্ড ম্যাচ, সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

Update Time : ০৪:৪১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১

স্পোর্টস ডেস্কঃ

বাংলাদেশের সেমিফাইনাল খেলা নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। এবার নিশ্চিত হলো প্রতিপক্ষ। করোনার কারণে বাতিল হয়ে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচ। নেট রান রেটে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়া কাপের সেমিফাইনালে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই পর্বে টাইগার যুবাদের প্রতিপক্ষ ভারত।

করোনাভাইরাসের কারণে পরিত্যক্ত হয়ে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বনাম শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের ম্যাচটি। যুব এশিয়া কাপের ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে লঙ্কানদের মুখোমুখি হয়েছিল রাকিবুল হাসানের দল। এই ম্যাচের দায়িত্বরত এক আম্পায়ার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতে দলের সঙ্গে থাকা বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কাউসার বললেন, ‘মাঠের একজন আম্পায়ার কোভিড পজিটিভ হন। আর এ কারণেই ম্যাচটি পরিত্যক্ত হয়। রান রেটে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই ৩০ ডিসেম্বর শারজাহতে সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।’

ম্যাচটি বাতিল হওয়ায় হলেও বাংলাদেশের সেমিফাইনালে ওঠায় কোনো প্রভাব পড়ছে না। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে খেলতে যাচ্ছে যুব টাইগাররা। ৩০ ডিসেম্বর শারজায় হবে সেমিফাইনাল ম্যাচটি। প্রতিপক্ষ ভারত অনূর্ধ্ব-১৯ দল।

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে এ ম্যাচ স্থগিত হওয়ার আগে টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ অনূর্ধ্ব১-৯ দল। আগে ব্যাটিং করে ৩২.৪ ওভারে ৪ উইকেটে ১৩০ রান করে। এর আগে কুয়েতের বিপক্ষে ২২৭ ও নেপালের বিপক্ষে ১৫৪ রানে জিতেছিল তারা।