এক দশক পর অভিনয়ে উপস্থাপক জয়
- Update Time : ১০:২২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
- / 188
বিনোদন ডেস্কঃ
একটা সময় অভিনেতা হিসেবেই জনপ্রিয় ছিলেন শাহরিয়ার নাজিম জয়। শুধু নাটকে নয়, অভিনেতা ভূমিকায় তাকে পাওয়া গেছে সিনেমাতেও।
কিন্তু সম্প্রতি উপস্থাপক হিসেবে সেই পরিচিতিকে ছাপিয়ে গেছেন তিনি। ‘সেন্স অব হিউমার’ থেকে ‘৩০০ সেকেন্ড’- গত প্রায় পাঁচ বছরে উপস্থাপক ভূমিকায় তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন জয়।
তাই অভিনয়ে ছিলেন একেবারেই অনিয়মিত। অবশেষে আবারও পুরনো ফ্রেমে ফিরলেন।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় সুনামগঞ্জ থেকে জয় জানালেন, তিনি ১০ বছর পর অভিনয় করছেন। নতুন কাজ ওয়েব ফিল্ম। নাম- ‘বিয়ন্ড দ্য বর্ডার’। যা পরিচালনা করছেন টিভি নাটকের দর্শকপ্রিয় নির্মাতা অরণ্য আনোয়ার।
জয় জানালেন, সুনামগঞ্জে তিন দিন শুটিং করে ফিরবেন ঢাকায়। তার চরিত্রটি এক সাইকো রোগীর। শাহরিয়ার নাজিম জয় বলেন, ‘এই গল্পটি একেবারেই দুর্দান্ত। গত কয়েক বছরে প্রায়ই আমাকে অনেকেই অভিনয়ে ডেকেছেন। কিন্তু সাড়া দিতে পারিনি। এই গল্প ও চরিত্র আমাকে মুগ্ধ করেছে। আর অরণ্য আনোয়ার ভাই যখন গল্প ও সবকিছু জানালেন তখন মনে হলো, এই কাজটি আমার জন্য।’
পরিচালক অরণ্য আনোয়ার বলেন, ‘তিন কিশোর ও এক কিশোরী রয়েছে ওয়েব ফিল্মটিতে। তারা একেবারে নতুন। সঙ্গে ৫০ ঊর্ধ্ব একজন ধনীর চরিত্রে অভিনয় করছেন জয়।’
জানা যায়, আসছে ঈদে এই ওয়েব ফিল্মটি একটি বেসরকারি টিভির অ্যাপে অবমুক্ত হবে।