আরব আমিরাতের আন্তর্জাতিক ব্যাংকগুলোর কর্মসপ্তাহ পরিবর্তন হচ্ছে

  • Update Time : ০২:১৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
  • / 147

আন্তর্জাতিক ডেস্কঃ

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আন্তর্জাতিক ব্যাংকগুলোর কর্মসপ্তাহে পরিবর্তন আনা হচ্ছে। নতুন বছরে দেশটিতে থাকা ডয়েচে ব্যাংক, জেপি মরগান এবং সোশিয়েট জেনারেল এসএ ব্যাংকে সাপ্তাহিক কর্মবিরতি হবে শনি ও রোববার। খবর রয়টার্স।

জার্মানির ডয়েচে ব্যাংক এজি ৩ জানুয়ারি থেকে সুন্নি মুসলিমপ্রধান দেশটিতে সোমবার থেকে শুক্রবার কার্যক্রম পরিচালনা করবে। বর্তমানে তাদের কার্যসপ্তাহ চলছে রোববার থেকে বৃহস্পতিবার, যেমনটা সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোয় প্রচলিত।

ওয়াল স্ট্রিট কেন্দ্রিক জেপি মরগানও আরব আমিরাতে একই কর্মসপ্তাহ শুরু করতে যাচ্ছে। তার সঙ্গে কিছু নমনীয় বিষয় যেমন শুক্রবার মুসলিম ধর্মাবলম্বীদের জন্য কাজের বিরতি থাকবে বলে এক বিবৃতিতে জানিয়েছে ব্যাংকটি।

ই-মেইলে এক বিবৃতিতে ফ্রান্সভিত্তিক সোশিয়েট জেনারেলের মুখপাত্র জানিয়েছেন, আগামী ২ জানুয়ারি থেকে দুবাই ও আবুধাবিতে তাদের সাপ্তাহিক কর্মবিরতি শনি ও রোববারের সিদ্ধান্ত কার্যকর হবে।

তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি ব্যাংক অব আমেরিকার প্রতিনিধিরা। এর আগে শনি ও রোববার ছুটির দিন রেখে সাড়ে চারদিনের কর্মসপ্তাহের সিদ্ধান্ত ঘোষণা করে সংযুক্ত আরব আমিরাত। ৭ ডিসেম্বর ওই ঘোষণায় দেশটি জানায়, নতুন বছরেই এ সিদ্ধান্ত কার্যকর হবে। তার পরই এমন সিদ্ধান্ত জানাল দেশটিতে থাকা আন্তর্জাতিক ব্যাংকগুলো।

আঞ্চলিক ব্যবসা, বাণিজ্য ও পর্যটনের কেন্দ্রবিন্দু জ্বালানি তেল উৎপাদনকারী উপসাগরীয় দেশটিতে বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিজেদের কর্মসপ্তাহের বিষয়ে নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে। প্রতিদ্বন্দ্বী সৌদি আরবের বর্ধনশীল অর্থনীতির এ সময়ে কয়েক বছর ধরেই ইউএই বিদেশী বিনিয়োগের জন্য অর্থনীতিকে আরো আকর্ষণীয় করে তুলতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media


আরব আমিরাতের আন্তর্জাতিক ব্যাংকগুলোর কর্মসপ্তাহ পরিবর্তন হচ্ছে

Update Time : ০২:১৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্কঃ

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আন্তর্জাতিক ব্যাংকগুলোর কর্মসপ্তাহে পরিবর্তন আনা হচ্ছে। নতুন বছরে দেশটিতে থাকা ডয়েচে ব্যাংক, জেপি মরগান এবং সোশিয়েট জেনারেল এসএ ব্যাংকে সাপ্তাহিক কর্মবিরতি হবে শনি ও রোববার। খবর রয়টার্স।

জার্মানির ডয়েচে ব্যাংক এজি ৩ জানুয়ারি থেকে সুন্নি মুসলিমপ্রধান দেশটিতে সোমবার থেকে শুক্রবার কার্যক্রম পরিচালনা করবে। বর্তমানে তাদের কার্যসপ্তাহ চলছে রোববার থেকে বৃহস্পতিবার, যেমনটা সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোয় প্রচলিত।

ওয়াল স্ট্রিট কেন্দ্রিক জেপি মরগানও আরব আমিরাতে একই কর্মসপ্তাহ শুরু করতে যাচ্ছে। তার সঙ্গে কিছু নমনীয় বিষয় যেমন শুক্রবার মুসলিম ধর্মাবলম্বীদের জন্য কাজের বিরতি থাকবে বলে এক বিবৃতিতে জানিয়েছে ব্যাংকটি।

ই-মেইলে এক বিবৃতিতে ফ্রান্সভিত্তিক সোশিয়েট জেনারেলের মুখপাত্র জানিয়েছেন, আগামী ২ জানুয়ারি থেকে দুবাই ও আবুধাবিতে তাদের সাপ্তাহিক কর্মবিরতি শনি ও রোববারের সিদ্ধান্ত কার্যকর হবে।

তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি ব্যাংক অব আমেরিকার প্রতিনিধিরা। এর আগে শনি ও রোববার ছুটির দিন রেখে সাড়ে চারদিনের কর্মসপ্তাহের সিদ্ধান্ত ঘোষণা করে সংযুক্ত আরব আমিরাত। ৭ ডিসেম্বর ওই ঘোষণায় দেশটি জানায়, নতুন বছরেই এ সিদ্ধান্ত কার্যকর হবে। তার পরই এমন সিদ্ধান্ত জানাল দেশটিতে থাকা আন্তর্জাতিক ব্যাংকগুলো।

আঞ্চলিক ব্যবসা, বাণিজ্য ও পর্যটনের কেন্দ্রবিন্দু জ্বালানি তেল উৎপাদনকারী উপসাগরীয় দেশটিতে বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিজেদের কর্মসপ্তাহের বিষয়ে নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে। প্রতিদ্বন্দ্বী সৌদি আরবের বর্ধনশীল অর্থনীতির এ সময়ে কয়েক বছর ধরেই ইউএই বিদেশী বিনিয়োগের জন্য অর্থনীতিকে আরো আকর্ষণীয় করে তুলতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।