ইরানে হামলা চালানোর সক্ষমতা নিয়ে ইসরাইলি কর্মকর্তাদেরই সংশয়

  • Update Time : ১১:১৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
  • / 150

আন্তর্জাতিক ডেস্কঃ 

ইসরাইল ‘প্রয়োজন হলে’ ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালাবে বলে যে হুমকি দিয়েছে তার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ ইসরাইলের পদস্থ কর্মকর্তারা।তারা মনে করছেন, অন্ততপক্ষে এই মুহূর্তে বা অদূর ভবিষ্যতে এরকম হামলা চালানোর সক্ষমতা তেল আবিবে তৈরি হয়নি।

মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস লিখেছে, ইসরাইলি যুদ্ধমন্ত্রী বেনি গানতেজ ইহুদিবাদী সেনাবাহিনীকে ইরানে হামলা চালানোর জন্য প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন।তিনি আন্তর্জাতিক সমাজকে সতর্ক করে দিয়ে বলেছেন, তারা যদি পরমাণু চুক্তির মাধ্যমে ইরানকে আটকাতে ব্যর্থ হয় তাহলে বিষয়টির দায়িত্ব তেল আবিব নিজের হাতে তুলে নেবে।

কিন্তু নিউ ইয়র্ক টাইমস ইসরাইলের কয়েকজন বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তা ও প্রতিরক্ষা বিশেষজ্ঞের উদ্ধৃতি দিয়ে বলেছে, “ইরানের পরমাণু স্থাপনাগুলো ধ্বংস করা কিংবা অন্তত এগুলোর কার্যক্রমকে পিছিয়ে দেয়ার সক্ষমতা এখনও অর্জন করেনি ইসরাইল।”

ইসরাইলি কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, হয়তো ইরানের একটি বা দু’টি পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে সেগুলোর সামান্য ক্ষতি করা যাবে কিন্তু ইরানের প্রত্যন্ত অঞ্চলগুলোতে অসংখ্য পরমাণু স্থাপনা গড়ে ওঠায় ইসরাইল এগুলোতে যে পদ্ধতিতে হামলা চালানোর কথা বলছে তার সক্ষমতা তেল আবিবের নেই।১৯৮১ সালে ইরাকের একটি পরমাণু স্থাপনায় হামলা পরিচালনাকারী ইসরাইলি পাইলট রেলিক শেফার নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, “এরকম হামলা চালানো ইসরাইলের জন্য শুধু কঠিনই নয় অসম্ভব।”

 

Tag :

Please Share This Post in Your Social Media


ইরানে হামলা চালানোর সক্ষমতা নিয়ে ইসরাইলি কর্মকর্তাদেরই সংশয়

Update Time : ১১:১৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্কঃ 

ইসরাইল ‘প্রয়োজন হলে’ ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালাবে বলে যে হুমকি দিয়েছে তার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ ইসরাইলের পদস্থ কর্মকর্তারা।তারা মনে করছেন, অন্ততপক্ষে এই মুহূর্তে বা অদূর ভবিষ্যতে এরকম হামলা চালানোর সক্ষমতা তেল আবিবে তৈরি হয়নি।

মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস লিখেছে, ইসরাইলি যুদ্ধমন্ত্রী বেনি গানতেজ ইহুদিবাদী সেনাবাহিনীকে ইরানে হামলা চালানোর জন্য প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন।তিনি আন্তর্জাতিক সমাজকে সতর্ক করে দিয়ে বলেছেন, তারা যদি পরমাণু চুক্তির মাধ্যমে ইরানকে আটকাতে ব্যর্থ হয় তাহলে বিষয়টির দায়িত্ব তেল আবিব নিজের হাতে তুলে নেবে।

কিন্তু নিউ ইয়র্ক টাইমস ইসরাইলের কয়েকজন বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তা ও প্রতিরক্ষা বিশেষজ্ঞের উদ্ধৃতি দিয়ে বলেছে, “ইরানের পরমাণু স্থাপনাগুলো ধ্বংস করা কিংবা অন্তত এগুলোর কার্যক্রমকে পিছিয়ে দেয়ার সক্ষমতা এখনও অর্জন করেনি ইসরাইল।”

ইসরাইলি কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, হয়তো ইরানের একটি বা দু’টি পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে সেগুলোর সামান্য ক্ষতি করা যাবে কিন্তু ইরানের প্রত্যন্ত অঞ্চলগুলোতে অসংখ্য পরমাণু স্থাপনা গড়ে ওঠায় ইসরাইল এগুলোতে যে পদ্ধতিতে হামলা চালানোর কথা বলছে তার সক্ষমতা তেল আবিবের নেই।১৯৮১ সালে ইরাকের একটি পরমাণু স্থাপনায় হামলা পরিচালনাকারী ইসরাইলি পাইলট রেলিক শেফার নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, “এরকম হামলা চালানো ইসরাইলের জন্য শুধু কঠিনই নয় অসম্ভব।”