সালাহর গোলে লিভারপুলের জয়ের ‘ছক্কা’

  • Update Time : ১২:২১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১
  • / 150

শুরুতে গোল খেয়ে ফেলেছিল লিভারপুল। পাঁচ ম্যাচ পর হোঁচট খাওয়ার শঙ্কাও জেগেছিল ভালোভাবেই। কিন্তু সময়ের সঙ্গে দারুণ ফুটবল খেলতে থাকল ইয়্যুর্গেন ক্লপ শিষ্যরা। এর জবাব যেন খুঁজে পাচ্ছিল না নিউক্যাসেল ইউনাইটেড। দারুণ এক জয়ে লিগের দৌড়ে ম্যানচেস্টর সিটির ঠিক পরেই থাকল লিভারপুল।

ঘরের মাঠে বৃহস্পতিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে তারা। ম্যাচের শুরুতে জনজো শেলভির গোলে এগিয়ে যায় নিউক্যাসেল। সপ্তম মিনিটেই ২৫ গজ দৌড় থেকে গোল করেন তিনি। অবশ্য সমতায় ফিরতেও খুব বেশি সময় নেয়নি লিভারপুল।

ম্যাচের ২১তম মিনিটে তারা একটি কর্নার পায়। যেটা ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি নিউক্যাসেল ডিফেন্ডাররা। তখন বল পেয়ে শুরুতে হেড করেন জটা, সেটি গোলরক্ষক ঠেকিয়ে দিলে ফিরতে শটে গোল করেন তিনি। এর চার মিনিট পরে ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ সালাহ।

মানের নেওয়া শট গোলরক্ষকের পায়ে লেগে ফিরে আসলে গোল করেন মিশরীয় তারকা। নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে দূর থেকে নেওয়া বুলেট গতির শটে সব অনিশ্চয়তা দূর করেন অ্যালেকজান্ডার-আর্নল্ড।

দিনের আরেক ম্যাচে জয়ের দেখা পায়নি লিগ রেসে থাকা আরেক দল চেলসি। এভারটনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা। ম্যাচের ২০ মিনিট বাকি থাকতে ম্যাসন মাউন্টের গোলে এগিয়ে যায় চেলসি। এরপর জারার্ড গোল করে ম্যাচে সমতা টানেন।

প্রিমিয়ার লিগে ১৭ ম্যাচে ১৩ জয় ও দুই ড্রয়ে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। ১২ জয় ও চার ড্রয়ে ৪০ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল। ১ জয় ও চার ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে চেলসি।

Tag :

Please Share This Post in Your Social Media


সালাহর গোলে লিভারপুলের জয়ের ‘ছক্কা’

Update Time : ১২:২১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১

শুরুতে গোল খেয়ে ফেলেছিল লিভারপুল। পাঁচ ম্যাচ পর হোঁচট খাওয়ার শঙ্কাও জেগেছিল ভালোভাবেই। কিন্তু সময়ের সঙ্গে দারুণ ফুটবল খেলতে থাকল ইয়্যুর্গেন ক্লপ শিষ্যরা। এর জবাব যেন খুঁজে পাচ্ছিল না নিউক্যাসেল ইউনাইটেড। দারুণ এক জয়ে লিগের দৌড়ে ম্যানচেস্টর সিটির ঠিক পরেই থাকল লিভারপুল।

ঘরের মাঠে বৃহস্পতিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে তারা। ম্যাচের শুরুতে জনজো শেলভির গোলে এগিয়ে যায় নিউক্যাসেল। সপ্তম মিনিটেই ২৫ গজ দৌড় থেকে গোল করেন তিনি। অবশ্য সমতায় ফিরতেও খুব বেশি সময় নেয়নি লিভারপুল।

ম্যাচের ২১তম মিনিটে তারা একটি কর্নার পায়। যেটা ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি নিউক্যাসেল ডিফেন্ডাররা। তখন বল পেয়ে শুরুতে হেড করেন জটা, সেটি গোলরক্ষক ঠেকিয়ে দিলে ফিরতে শটে গোল করেন তিনি। এর চার মিনিট পরে ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ সালাহ।

মানের নেওয়া শট গোলরক্ষকের পায়ে লেগে ফিরে আসলে গোল করেন মিশরীয় তারকা। নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে দূর থেকে নেওয়া বুলেট গতির শটে সব অনিশ্চয়তা দূর করেন অ্যালেকজান্ডার-আর্নল্ড।

দিনের আরেক ম্যাচে জয়ের দেখা পায়নি লিগ রেসে থাকা আরেক দল চেলসি। এভারটনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা। ম্যাচের ২০ মিনিট বাকি থাকতে ম্যাসন মাউন্টের গোলে এগিয়ে যায় চেলসি। এরপর জারার্ড গোল করে ম্যাচে সমতা টানেন।

প্রিমিয়ার লিগে ১৭ ম্যাচে ১৩ জয় ও দুই ড্রয়ে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। ১২ জয় ও চার ড্রয়ে ৪০ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল। ১ জয় ও চার ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে চেলসি।